নয়াদিল্লি, 14 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুষ্ঠানে সারা দেশের 1800 জন ভারতীয়কে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁরা সকলে 15 অগস্টের সকালে লালকেল্লার অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন ৷ কেন্দ্রের তরফে এ নিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, উপস্থিত এই সকল বিশেষ অতিথি ভারতে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ৷ 15 অগস্ট সকালে 77 তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন ৷
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত 1800 জনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি সরকারের ‘জন ভাগীদারি’ বা অংশীদারির অঙ্গ ৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 75 দম্পতি উপস্থিত থাকবেন ৷ তাঁরা সকলে তাঁদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরবেন ৷ লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের 660টি আধুনিক গ্রামের 400 পঞ্চায়েত প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আর কৃষক সংগঠনের 250 জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্প এবং প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা থেকে 50 জন করে সুবিধাভোগীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷