পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Baby Girl Killed in Dogs Attack: পথকুকুরের আক্রমণে 18 মাসের শিশুকন্যার মর্মান্তিক পরিণতি - প্রাণ গিয়েছে 18 মাসের এক শিশুকন্যার

অন্ধ্রপ্রদেশে পথকুকুরের আক্রমণে প্রাণ গিয়েছে 18 মাসের এক শিশুকন্যার ৷ ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম মণ্ডলের মেটাভালাসা এলাকায় ৷

Baby Girl Killed in Dogs Attack
Baby Girl Killed in Dogs Attack

By

Published : Apr 22, 2023, 1:55 PM IST

শ্রীকাকুলাম (অন্ধ্রপ্রদেশ), 22 এপ্রিল: মর্মান্তিক ! কুকুরের আক্রমণে প্রাণ গেল 18 মাস বয়সী এক শিশুকন্যার ৷ শুক্রবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম মণ্ডলের মেটাভালাসায় ৷ এই ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা ৷

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মেটাভালাসা এলাকার বাসিন্দা রামবাবু ও রামলক্ষ্মী ৷ তাঁদেরই মেয়ে সাত্ত্বিকা ৷ বয়স 18 মাস ৷ শুক্রবার সন্ধ্যায় তাঁকে বিছানায় রেখে বাড়ির বাইরে যান মা ও বাবা ৷ তখন সে বিছানায় খেলছিল ৷ কিছুক্ষণ পর রামলক্ষ্মী বাড়িতে ফেরেন ৷ কিন্তু বিছানায় মেয়েকে দেখতে পাননি ৷ তার পর তিনি পুরো বাড়িতে খুঁজে দেখেন ৷ কিন্তু কোথাও মেয়ের সন্ধান পাননি ৷

প্রতিবেশীদের বাড়িতেও তিনি যান ৷ সেখানে গিয়েও দেখেন যে মেয়ে আসেনি ৷ ফলে তিনি চিন্তায় পড়ে যান ৷ কারণ, বাড়ির বাইরে যাওয়ার সময় দেখেছিলেন যে তাঁর মেয়ে বিছানায় খেলছে ৷ ফলে সে কোথায় গেল, সেই চিন্তায় গ্রাস করে রামলক্ষ্মীকে ৷ তাই তিনি সর্বত্র খুঁজতে শুরু করেন মেয়ে সাত্ত্বিকাকে ৷

রামলক্ষ্মী জানিয়েছেন, হঠাৎই তিনি বাড়ির পিছনের বাগানে মেয়ের কান্নার শব্দ শুনতে পান ৷ সেই শব্দ শুনে তিনি বাড়ির পিছনে বাগানে যান ৷ সেখানে গিয়ে দেখেন একাধিক পথকুকুর মেয়েকে ঘিরে রেখেছে ৷ কুকুরগুলিকে তাড়ানোর পর তিনি দেখেন যে তাঁর মেয়ে সাত্ত্বিকা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে ৷

তাঁর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন ৷ তাঁরাই উদ্ধার করে সাত্ত্বিকাকে স্থানীয় রাজম হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করেন ৷ তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ ওই ঘটনায় পুরো এলাকা শোকস্তব্ধ ৷ একরত্তি মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ রামবাবু ও তাঁর স্ত্রী ৷ তাঁদের আফশোস, মেয়েকে বিছানায় রেখে কেন তাঁরা বাড়ির বাইরে গেলেন ৷

তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে এখন কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ৷ প্রতিবেশীদের অনুমান, কোনওভাবে বাড়ির বাইরে চলে এসেছিল ছোট্ট সাত্ত্বিকা ৷ তখনই তাকে কুকুরগুলিকে আক্রমণ করে ৷ টেনে নিয়ে যায় বাড়ির পিছনের বাগানে ৷ সেখানেই মর্মান্তিক পরিণতি 18 মাসের ওই শিশুকন্যার ৷

আরও পড়ুন:মারতে চেয়েছিলেন ভাইয়ের বউকে ! ভুল করে বিষ মেশানো আইসক্রিম খেয়ে মৃত্যু ভাইপোর

ABOUT THE AUTHOR

...view details