পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: সরকারি হিসেবে 4 মাসে মণিপুরে 175 জনের মৃত্যু, আহত হাজার পার; নিখোঁজ 32

Police Administration on Manipur Ethnic Violence: মণিপুরের হিংসায় সাড়ে চারমাসে 175 জনের মৃত্যু হয়েছে বলে জানাল পুলিশ প্রশাসন ৷ সেই সঙ্গে 32 জনের নিখোঁজ হওয়ার পরিসংখ্যান দিয়েছে মণিপুর সরকার ৷

Manipur Violence ETV BHARAT
Manipur Violence

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 12:05 PM IST

ইম্ফল, 15 সেপ্টেম্বর: গত মে মাসে শুরু থেকে অশান্ত মণিপুর ৷ এই সাড়ে চারমাসে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, 175 জনের মৃত্যু হয়েছে পূর্ব ভারতের এই রাজ্যে ৷ সেই সঙ্গে মোট 1 হাজার 108 জন আহত এবং 32 জন নিখোঁজ বলে দাবি করেছে মণিপুর পুলিশ প্রশাসন ৷ আর সব মিলিয়ে 4 হাজার 786টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 386টি বিভিন্ন ধর্মীয় স্থল এবং সেখানকার স্থাপত্য ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ ৷

মণিপুুরের আইজিপি (অপারেশনস) আই কে মুইভা বলেন, ‘‘মণিপুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ সেখান থেকে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় প্রশাসন সর্বক্ষণ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ৷’’ বৃহস্পতিবার মণিপুর পুলিশের ওই কর্তা জানিয়েছেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোট 1 হাজার 359টি আগ্নেয়াস্ত্র খোয়া গিয়েছে ৷ তবে, সন্ত্রাসে জড়িতদের থেকে 15 হাজার 50টি অস্ত্র উদ্ধার করেছে বাহিনী ৷ হিংসায় জড়িতরা পুলিশের থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিনতাই করেছে বলেও জানান তিনি ৷

সব মিলিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিনতাইয়ের মোট 5 হাজার 172টি অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়েছে ৷ আর যে 386টি ধর্মী স্থাপত্য ধ্বংস করা হয়েছে, তার মধ্যে 254টি গির্জা ও 132টি মন্দির রয়েছে বলে দাবি করেন মণিপুুরের আইজিপি (অপারেশনস) আই কে মুইভা ৷ তিনি বলেন, ‘‘বিষ্ণুপুর জেলার ফুগাকচাও ইখাই থেকে চুরাচাঁদপুর জেলার কংভাই পর্যন্ত নিরাপত্তার জন্য থাকা ব্যারিকেডগুলি সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, জাতীয় সড়কগুলিতে নিরাপত্তার যথেষ্ঠ ব্যবস্থা রয়েছে ৷’’

আরও পড়ুন:মণিপুরে ফের সংঘর্ষ, গুলিতে মৃত কমপক্ষে 3

অন্যদিকে, আইজিপি (প্রশাসন) কে জয়ন্ত বলেন, ‘‘175 জন মানুষের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 9 জনের দেহ এখনও চিহ্নিত করা যায়নি ৷ আর বাকি দেহগুলির মধ্যে 79 জনের দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 96টি দেহ শনাক্ত হলেও, কেউ সেগুলিকে নিতে আসেনি ৷ এই দেহগুলি ইম্ফলের আরআইএমএস (28) এবং জেএনআইএমএস (26) হাসপাতালে রাখা হয়েছে ৷ বাকি 42টি দেহ রয়েছে চূড়াচাঁদপুর হাসপাতালে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details