ইম্ফল, 15 সেপ্টেম্বর: গত মে মাসে শুরু থেকে অশান্ত মণিপুর ৷ এই সাড়ে চারমাসে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, 175 জনের মৃত্যু হয়েছে পূর্ব ভারতের এই রাজ্যে ৷ সেই সঙ্গে মোট 1 হাজার 108 জন আহত এবং 32 জন নিখোঁজ বলে দাবি করেছে মণিপুর পুলিশ প্রশাসন ৷ আর সব মিলিয়ে 4 হাজার 786টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 386টি বিভিন্ন ধর্মীয় স্থল এবং সেখানকার স্থাপত্য ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ ৷
মণিপুুরের আইজিপি (অপারেশনস) আই কে মুইভা বলেন, ‘‘মণিপুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ সেখান থেকে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় প্রশাসন সর্বক্ষণ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ৷’’ বৃহস্পতিবার মণিপুর পুলিশের ওই কর্তা জানিয়েছেন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোট 1 হাজার 359টি আগ্নেয়াস্ত্র খোয়া গিয়েছে ৷ তবে, সন্ত্রাসে জড়িতদের থেকে 15 হাজার 50টি অস্ত্র উদ্ধার করেছে বাহিনী ৷ হিংসায় জড়িতরা পুলিশের থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিনতাই করেছে বলেও জানান তিনি ৷