পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-China Faceoff: ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারত ও চিনের সেনার সংঘর্ষ (India-China Faceoff) হয়েছে গত 9 ডিসেম্বর ৷ এই নিয়ে সরব বিরোধীরা ৷ বুধবার সরকার আলোচনা করতে চায়নি, এই অভিযোগ তুলে রাজ্যসভা (Rajya Sabha) থেকে বিরোধ দলের সাংসদরা ওয়াক আউট করেন ৷

17 Opposition parties including tmc stage walkout from Rajya Sabha over India-China border clash
India-China Faceoff: ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

By

Published : Dec 14, 2022, 2:29 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে গত 9 ডিসেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সংঘর্ষের (India-China Faceoff) বিষয়ে বুধবার সংসদে আলোচনা চেয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-সহ বিরোধী দলগুলি ৷ বিরোধীদের অভিযোগ, সরকার এই নিয়ে আলোচনা চাইছে না ৷ তাই এদিন 17টি বিরোধী দল রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াক আউট করে ।

তালিকায় রয়েছে কংগ্রেস (Congress), রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি, এমডিএমকে, সিপিএম, সিপিআই, সংযুক্ত জনতা দল, ডিএমকে, তৃণমূল কংগ্রেস ও তেলগু দেশম পার্টি-সহ 17টি বিরোধী দল ৷ সরকারের বিরুদ্ধে আলোচনা না করতে চাওয়ার অভিযোগ তুলে তারা রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বেই ওয়াক আউট করে ৷

রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)-সহ অন্য বিরোধী নেতারা ওই সংঘর্ষ নিয়ে বিস্তারিত আলোচনা চেয়েছিলেন ৷ এই নিয়ে সরবও হন তাঁরা ৷ তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রশ্নোত্তর পর্ব চলার অনুমতি দেন, যাতে সাংসদরা বিভিন্ন সমস্যা উত্থাপন করতে পারেন । ফলে বিরোধীরা তাদের দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করে এবং সংসদের উচ্চকক্ষ থেকে বেরিয়ে আসেন ৷

বাইরে এসে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি এই বিষয়ে আলোচনা না করার জন্য সরকারকে অভিযুক্ত করেছেন । তিনি বলেন, "17টি বিরোধী দলই সৈন্যদের পাশে দাঁড়িয়েছে ৷ কিন্তু আমরা সবাই এই বিষয়ে উদ্বিগ্ন ৷ কারণ, সীমান্ত ইস্যুতে কোনওরকম আপস করা যাবে না । জাতীয় নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয় ।" সরকার কেন আলোচনায় রাজি নয়, এই নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম সাংসদ জন ব্রিট্টাস ৷

সিপিআই-এর দাবি, আলোচনার জন্য সরকার প্রস্তুত নয়, এর অর্থ হল সরকার সংসদের অপমান করছে ৷ এদিকে কংগ্রেসের সাংসদ নাসির হোসেন জানিয়েছেন, মঙ্গলবারও এই নিয়ে তারা ওয়াক আউট করেছিলেন ৷ বুধবার তাঁদের ওয়াক আউট করতে হল ৷ তার পরও জনস্বার্থের কথা ভেবে তাঁরা বিষয়টি নিয়ে আবার সরব হবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সীমান্তের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ৷ ওই সংঘর্ষে ভারতের বেশ কয়েকজন জওয়ান শহিদ হন ৷ চিনের অনেকে মারা যান ৷ তার পর ক্রমশ দুই দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল ৷ এর মধ্যেই অরুণাচল প্রদেশে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হল ৷

গত শুক্রবার, ৯ ডিসেম্বর, ওই রাজ্যের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে ওই সংঘর্ষ হয় ৷ এতে দু’পক্ষেই সেনারা কমবেশি আহত হন ৷ এই নিয়ে মঙ্গলবার ভারতীয় সেনা বিবৃতি দিয়েছিল ৷ সংসদে এই নিয়ে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি জানান, গত 11 ডিসেম্বর এই নিয়ে দুই দেশের সেনার কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে ৷

আরও পড়ুন:তাওয়াংয়ে সংঘর্ষের পর ভারত-চিনের মধ্যে উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল রাষ্ট্রসংঘের

ABOUT THE AUTHOR

...view details