বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর: ব্যাগে ছিল বাঁদরের মৃতদেহ। আরও ছিল জ্যান্ত কিং কোবরা এবং পাইথন ! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থাইল্যান্ড থেকে এই সমস্ত প্রাণীর চোরাচালান হচ্ছিল ভারতে ৷ বুধবার রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি ব্যাগ থেকে পাওয়া যায় 17টি কিং কোবরা, 55টি বল পাইথন ৷ এর সঙ্গেই মেলে 6ট ক্যাপুচিন বাঁদরের মৃতদেহ ৷ সাপগুলিয় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৷
বেঙ্গালুরুর কাস্টমস দফতর সূত্রে খবর, বুধবার রাত প্রায় 10.30 মিনিটে বেঙ্গালুরুর বিমানবন্দরে একটি ব্যাগ চেক করার সময় কাস্টমস দফতরের কর্মীরা কিং কোবরা, পাইথন ও মৃত বাঁদরগুলির দেহ খুঁজে পান ৷ বেঙ্গালুরু কাস্টমস সামাজিক মাধ্যমে লেখে, "6 সেপ্টেম্বর, 2023 তারিখে বেঙ্গালুরুর কেআইএএলে বন্য পশু পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ জ্যান্ত পশুগুলিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা মেনে মৃত বাঁদরগুলির ক্ষেত্রেও উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷" বৃহস্পতিবার এই বিবৃতিটি প্রকাশ করেছে কাস্টমস ৷
1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, কিং কোবরা এবং পাইথন- দু'টি প্রজাতির সাপের শিকার বেআইনি ৷ আন্তর্জাতিক বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ব্যবসার আইনে এই তিনটি প্রাণীর উল্লেখ আছে ৷ বন্যপ্রাণী আইনের শিডিউল-1-এর অধীনে পাইথনের নাম আছে ৷ কিং কোবরা আছে দ্বিতীয় স্থানে ৷ দু'টি বিপন্ন প্রজাতির প্রাণীর অন্তর্ভুক্ত ৷ কাস্টমস আধিকারিকদের সন্দেহ, হয়তো আন্তর্জাতিক পশুপাচার চক্রের একটি অংশ হিসেবে ভারতে এই বন্য প্রাণীগুলি পাচার করা হয়েছে ৷