পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mizoram Railway Bridge Collapse: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত বহু, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

PM Modi announces Ex-gratia to Mizoram Railway Bridge collapse victims: মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল বেশ কয়েকজন শ্রমিকের ৷ এই ঘটনায় হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Mizoram Railway Bridge Collapse
মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মৃত কমপক্ষে 17

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 1:09 PM IST

Updated : Aug 23, 2023, 3:18 PM IST

আইজল, 23 অগস্ট: মিজোরামের নির্মীয়মাণ একটি রেলসেতু ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে 17 জন শ্রমিকের ৷ তাঁরা সবাই মালদার বাসিন্দা বলে এখনও পর্যন্ত খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

বুধবার সাইরাং এলাকার কাছে একটি নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ । আইজল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে সকাল 10 টার দিকে ঘটনাটি ঘটে ৷ তখন 35-40 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন ।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শোক প্রকাশ করে বলেছেন যে, তিনি এই দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত । একটি টুইট বার্তায় তিনি বলেন, আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মাণ রেলসেতুটি আজ ভেঙে পড়ে এবং উদ্ধারকাজ চলাকালীন কমপক্ষে 17 জন শ্রমিক মারা যান । তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ক্ষতিগ্রস্ত ।

আরও পড়ুন:নির্মীয়মাণ সেতু ভেঙে মৃতদের মধ্যে অনেকে মালদার, মিজোরামের সঙ্গে যোগাযোগের নির্দেশ মমতার

মুখ্যমন্ত্রী সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন । তিনি বলেন, "উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যাঁরা প্রচুর সংখ্যায় এগিয়ে এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ৷"

মর্মান্তিক শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "মিজোরামে সেতু দুর্ঘটনায় ব্যথিত । যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন । উদ্ধার তৎপরতার সঙ্গে চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে । পিএমএনআরএফ থেকে 2 লক্ষ টাকা করে প্রত্যেক মৃতের আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়া হবে । আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "মিজোরামে একটি মর্মান্তিক সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার কথা জেনে মর্মাহত । আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 17টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশংকা করা হচ্ছে ৷ অনেকে এখনও নিখোঁজ এবং বাকি আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷ বৈরাবী থেকে সাইরাংকে সংযোগকারী কুরুং নদীর উপর রেলসেতু নির্মাণ করা হচ্ছিল ।

Last Updated : Aug 23, 2023, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details