উত্তরকাশীর সিল্কিয়ারায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ চলছে উত্তরকাশী ও নয়াদিল্লি, 28 নভেম্বর: যতদিন এগোচ্ছে আশঙ্কা বেড়ে যাচ্ছে। এবার আশার আলো ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তি। উত্তরকাশীর সিল্কিয়ারায় শ্রমিক উদ্ধারে চলছে ভার্টিকাল বা উল্লম্বভাবে টানেলের উপর থেকে ড্রিলিংয়ের কাজ ৷ 86 মিটারের মধ্যে সোমবার 36 মিটার পর্যন্ত ড্রিলিং করা হয়েছে ৷ বাকি অংশটি খোঁড়ার জন্য ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তির সাহায্য নিতে হবে জানা গিয়েছে ৷
শেষ 10-12 মিটার পর্যন্ত খোঁড়ার কাজে 12 জন ব়্যাট হোল মাইনিং বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন ৷ যাঁরা ছোট ছোট দলেব ভাগ করে খননকাজ করবেন। ইঁদুরের মতো সরু গর্ত খুঁড়ে শ্রমিক উদ্ধারের পথ প্রশস্ত করবে এই ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তি। জানা যাচ্ছে, এই গর্তে একজন মানুষ যেতে পারে ৷
গত শুক্রবার অগার মেশিন ভেঙে তার যন্ত্রাংশ আটকে যায় ৷ এরপর অগার মেশিনের সাহায্যে অনুভূমিক ড্রিলিং বন্ধ করে দেওয়া হয় ৷ তার বদলে ম্যানুয়াল ড্রিলিংয়ে কাজ হচ্ছে ৷ ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তিও পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় সরকার এবং উদ্ধারকারী এজেন্সিগুলি একসঙ্গে কাজ করছে ৷ উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে বের করে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ অন্যদিকে, দেব দীপাবলি উৎসবে আটকে থাকা শ্রমিকদের জন্য় বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সন্ধ্যায় তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আজ দেবতাদের কাছে প্রার্থনা করার সময় মানুষের কল্যাণের কথা জানিয়েছি ৷ ওই প্রার্থনায় শ্রমিক ভাইদের কথাও বলেছি ৷ তাঁরা বিগত 2 সপ্তাহ ধরে উত্তরাখণ্ডের একটি টানেলে আটকে রয়েছেন ৷"
এদিকে টানেলে ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ 50 মিটার ছাড়িয়ে গিয়েছে ৷ মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিশ কুপার বলেন, "গতকাল রাতে খুব ভালো কাজ হয়েছে ৷ আমরা 50 মিটার পেরিয়ে গিয়েছি ৷ এবার আর 5-6 মিটার পর্যন্ত যেতে হবে ৷ গতরাতে আমাদের কাজে কোনও বাধা আসেনি ৷ খুব ভালো কাজ হচ্ছে ৷"
12 নভেম্বর থেকে 16 দিন ধরে টানেলে আটকে রয়েছেন শ্রমিকরা ৷ সোমবার থেকে হাতেই ধ্বংসস্তূপ ভাঙার কাজ শুরু হয়েছে ৷
আরও পড়ুন:
- আগামী 10 বছরে উত্তরাখণ্ডে প্রস্তাবিত 66টি টানেল! শ্রমিক-দুর্ঘটনার পর গবেষণায় জোর বিজ্ঞানীদের
- টানেলে আটকে থাকা শ্রমিকদের কোন পদ্ধতিতে বের করা হবে? রইল এনডিআরএফের মহড়ার ভিডিয়ো
- 16 দিন পেরিয়ে আশার আলো! টানেলে আটক শ্রমিকদের উদ্ধারে 19.2 মিটার উল্লম্ব ড্রিলিংয়ের কাজ শেষ