পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, দৈনিক আক্রান্ত সাড়ে 16 হাজারের বেশি - corona infection in india

দেশে করোনা প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে । ইতিমধ্যে 1 কোটি 43 লাখ 1 হাজার 266 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ।

corona
corona

By

Published : Feb 28, 2021, 12:36 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় 16 হাজার 752 জন আক্রান্ত । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 16 হাজার 488 জন । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 10 লাখ 96 হাজার 731 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 113 জনের মৃত্যু হয়েছে । এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 57 হাজার 51 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 718 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 7 লাখ 75 হাজার 169 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 64 হাজার 511 ।

আরও পড়ুন : নাম নথিভুক্ত করে সরাসরি কেন্দ্রে গিয়ে নেওয়া যাবে করোনা ভ্য়াকসিন

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 21 লাখ 46 হাজার 777 জন । সুস্থ হয়ে উঠেছে 20 লাখ 20 হাজার 951 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 56 হাজার 149 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 1 হাজার 164 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 50 হাজার 730 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 32 হাজার 747 জন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবার মোট 7 লাখ 95 হাজার 723টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 21 কোটি 62 লাখ 31 হাজার 106টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details