পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দৈনিক সংক্রমণ সাড়ে 16 হাজারের নিচে - corona infection in india

দেশে দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী । এখনও পর্যন্ত 1 কোটি 42 লাখ 42 হাজার 547 জনকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে ।

দৈনিক সংক্রমণ সাড়ে 16 হাজারের নিচে
দৈনিক সংক্রমণ সাড়ে 16 হাজারের নিচে

By

Published : Feb 27, 2021, 10:29 AM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় 16 হাজার 488 আক্রান্ত জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 16 হাজার 577 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 10 লাখ 79 হাজার 979 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 113 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 120 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 56 হাজার 938 জনের । গত 24 ঘণ্টায় 12 হাজার 771 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 7 লাখ 63 হাজার 451 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 59 হাজার 590 ।

আরও পড়ুন : কসবা চিত্তরঞ্জন হাইস্কুলে করোনা আক্রান্ত আরও দুই শিক্ষিকা

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 21 লাখ 38 হাজার 154 জন । সুস্থ হয়ে উঠেছে 20 লাখ 17 হাজার 303 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 52 হাজার 357 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 96 হাজার 514 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 50 হাজার 207 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 32 হাজার 367 জন ।

ABOUT THE AUTHOR

...view details