পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Raped in Delhi: দিদির সামনেই 16 বছরের নাবালিকাকে 'ধর্ষণ' দিল্লিতে - Minor Raped in Delhi

দিল্লিতে ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এক যুবক চুরির পর দিদির সামনেই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷ পলাতক অভিযুক্তকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ।

Minor Sexually Assault
নাবালিকাকে যৌন হেনস্থা

By

Published : Apr 5, 2023, 10:37 AM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল:দিদির সামনেই 16 বছরের নাবালিকাকে 'ধর্ষণ' ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির অশোক বিহার থানা এলাকায় ৷ এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, অশোক বিহার এলাকায় ডাকাতির উদ্দেশে এসেছিল একজন দুষ্কৃতী ৷ সেসময় বাড়িতে দুই বোন ছিল ৷ দিদির সামনেই যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ সূত্রের খবর, এমনকী ঘটনার সময় সেখানে উপস্থিত নির্যাতিতার দিদিকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

সরকারি স্কুলে থাকত নির্যাতিতার পরিবার:অশোক বিহার এলাকায় একটি সরকারি স্কুলের সংস্কারের কাজ চলছে । ওই স্কুলের ভবনেই স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকছিলেন এক শ্রমিক । কয়েকদিন ধরে মেরামতের কাজ বন্ধ থাকায় ওই শ্রমিক তাঁর স্ত্রীকে নিয়ে আশেপাশের এলাকায় অন্য কোনও কাজে গিয়েছিলেন । যখন এই নিশংস ঘটনা ঘটে তখন স্বামী-স্ত্রী দুজনেই তাঁদের কাজে চলে গিয়েছিলেন ৷ বাড়িতে কেবল ছিল 16 বছরের নির্যাতিতা ওই নাবালিকা ও 18 বছর বয়সি তাঁর দিদি ।

দিদির সামনেই নাবালিকাকে নির্যাতন: বাড়িতে বড়রা না-থাকার সুযোগ নিয়ে এক যুবক ঘরে ঢুকে দুই বোনকে খুনের হুমকি দিয়ে মোবাইল ইত্যাদি লুট করে । এরপর রান্নাঘরে পড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে দিদিকে ভয় দেখিয়ে তার সামনেই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত ৷ এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে । অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর ফোন করে তার বাবাকে পুরো ঘটনা জানায় নাবালিকা । পরে পুলিশকে খবর দেওয়া হয় । এফআইআর দায়ের করা হয়েছে ৷ নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকটি সূত্র ধরে অভিযুক্তর নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

পআরও পড়ুন:বালিকাকে খুন করে সহবাস ! উদয়পুরের ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক-সহ 3

ABOUT THE AUTHOR

...view details