লখনউ, 19 জুন : অক্সিজেনের মক ড্রিল ৷ তার জেরে 16 জন করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ৷ কিন্তু, তদন্তের পর আগ্রার একটি বেসরকারি হাসপাতালের মালিককে বেকসুর খালাস দিল উত্তরপ্রদেশের যোগী সরকারের কমিটি ৷ জানিয়ে দিল, অক্সিজেনের অভাবে মারা যায়নি রোগীরা ৷
27 এপ্রিল আগ্রার শ্রী পরশ হাসপাতালের মালিকের অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ তাতে হাসপাতালের মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেখানে ভর্তি 16 জন করোনা রোগীর মৃত্যুর জন্য দায়ী বেসরকারি হাসপাতালের মালিক ৷ এ নিয়ে তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার ৷ একটি অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছিল ৷
আরও পড়ুন : আজও রাজধানীতে রাজ্যপাল; শাহর সঙ্গে ফের বৈঠকের সম্ভাবনা