থানে (মহারাষ্ট্র), 1 জানুয়ারি: নববর্ষের রাতে মহারাষ্ট্রের থানে জেলায় 1 কোটি 70 হাজার টাকার মাদক উদ্ধার করল পুলিশ (Drugs Worth Rs 1 cr Seized) ৷ সেই সঙ্গে 6 জন মহিলা-সহ নাইজেরিয়ার 16 নাগরিককে গ্রেফতার করা হয়েছে (16 Nigerians Held with Drugs) ৷ শনিবার রাতে থানের খারগড় এলাকায় একটি রো হাউসে পুলিশ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বলে জানিয়েছেন নবি মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কালে ৷
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, খারগড় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় ৷ জানা গিয়েছে, পুুলিশের কাছে খবর ছিল নববর্ষ উপলক্ষে বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করা হবে ৷ আর তার জন্য কয়েকজন আফ্রিকান নাগরিক মাদক সঞ্চয় করে থানের খারগড় এলাকায় আত্মগোপন করে রয়েছে ৷ সেই খবর মত, খারগড়ের একটি রো হাউসে হানা দেয় নবি মুম্বই পুলিশের বাহিনী ৷ সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় (Drugs Seized in Navi Mumbai) ৷ সেই সঙ্গে গ্রেফতার করা হয় 16 জন নাইজেরিয়ানকে ৷ তাঁদের মধ্যে 6 জন মহিলা ছিলেন ৷
নবি মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কালে জানিয়েছেন, এই বিপুল পরিমাণ মাদকের মধ্যে গাঁজা, চরস, হেরোইন, মেথাকুয়ালোন-সহ নানান ধরনের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি 70 হাজার টাকা ৷ ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ মূলত নবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি নার্কোটিক সেলের আধিকারিকদের নিয়ে সেই তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ কোথায় কোথায় এই বিপুল পরিমাণ মাদক সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃত 16 জন নাইজেরিয়ানের, তা জানতে তদন্ত শুরু করেছে সিট ৷