মুম্বই, 25 জুন : মহারাষ্ট্রে রাজনৈতিক অঙ্ক জটিল থেকে জটিলতর হচ্ছে ৷ 16 জন শিব সেনা বিধায়ককে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ শিব সেনার পক্ষ থেকে সুনীল প্রভু একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার বিকেলেই শিব সেনার প্রতিনিধি দল ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের (Deputy Speaker Narhari Zirwal) সঙ্গে বৈঠক করেন ৷ ছ'ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে 16 জনের সদস্যপদ খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷
শিব সেনা নেতা অজয় চৌধুরী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পিটিশন ফাইল করেছেন ৷ গতকালের এই বৈঠকে হাজির ছিলেন সুভাষ দেশাই, অনিল দেশাই, আমবাদাস দানভে, অজয় চৌধুরী এবং অরবিন্দ সাওয়ান্ত ৷ রাত 9টার সময় অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্বাকোনিকে তলব করা হয় ৷ তাঁরা এ বিষয়ে আলোচনা করেন (16 MLAs including Eknath Shinde to present in Mumbai by Monday for disqualification hearing) ৷
আরও পড়ুন : বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ উদ্ধবের