পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maha Crisis Update : হাতে সময় 48 ঘণ্টা, নোটিশের উত্তর দিতে মুম্বই ফিরতে হবে শিন্ডে-সহ 16 জনকে !

ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ইতিমধ্যে শিন্ডে-সহ 16 জন বিধায়ককে সদস্যপদ খারিজের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷ এদিকে সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির হোটেলে আরও বেশ কিছু থাকবেন বিদ্রোহী শিব সেনা নেতা ৷ তাহলে কোন দিকে গড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতক সংকট (Maha Crisis Update) ?

Eknath Shinde share same platform with Maha CM
একই মঞ্চে শিন্ডে-উদ্ধব ঠাকরে

By

Published : Jun 25, 2022, 10:17 AM IST

Updated : Jun 25, 2022, 10:28 AM IST

মুম্বই, 25 জুন : মহারাষ্ট্রে রাজনৈতিক অঙ্ক জটিল থেকে জটিলতর হচ্ছে ৷ 16 জন শিব সেনা বিধায়ককে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ শিব সেনার পক্ষ থেকে সুনীল প্রভু একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার বিকেলেই শিব সেনার প্রতিনিধি দল ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের (Deputy Speaker Narhari Zirwal) সঙ্গে বৈঠক করেন ৷ ছ'ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে 16 জনের সদস্যপদ খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷

শিব সেনা নেতা অজয় চৌধুরী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পিটিশন ফাইল করেছেন ৷ গতকালের এই বৈঠকে হাজির ছিলেন সুভাষ দেশাই, অনিল দেশাই, আমবাদাস দানভে, অজয় চৌধুরী এবং অরবিন্দ সাওয়ান্ত ৷ রাত 9টার সময় অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্বাকোনিকে তলব করা হয় ৷ তাঁরা এ বিষয়ে আলোচনা করেন (16 MLAs including Eknath Shinde to present in Mumbai by Monday for disqualification hearing) ৷

আরও পড়ুন : বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ উদ্ধবের

ইতিমধ্যে গতকাল হোটেল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান একনাথ শিন্ডে ৷ 3 ঘণ্টা পরে তিনি হোটেলে ফিরে আসেন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 50 জন বিধায়ক মহারাষ্ট্র থেকে গুয়াহাটির হোটেল ব়্যাডিসন ব্লু-তে এসে উঠেছেন ৷ বুধবার থেকেই বিধায়কেরা একে একে এখানে হাজির হচ্ছেন ৷ শনিবার বিকেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে আবারও বৈঠক বসবেন শিন্ডে । একইদিনে দলের কার্যকরী সমিতির বৈঠক ডেকেছেন শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে ।

সূত্রে জানা গিয়েছে, বিধায়কেরা গুয়াহাটিতে পা রাখার আগে থাকতেই তাঁদের জন্য হোটেলে রুম বুক করা হয়েছে ৷ মহারাষ্ট্রের বিধায়কদের জন্য মোট 70টি রুম বুক করা আছে ৷ প্রথমে মাত্র 3 দিনের জন্য বুক করা থাকলেও পরিস্থিতির ঘন ঘন বদলে যাচ্ছে, তাই আরও 7দিনের জন্য রুমগুলির বুকিং বাড়ানো হয়েছে ৷ এই বিধায়কদের থাকার জন্য হোটেলকে 56 লক্ষ টাকা দিতে হবে ৷ অতিরিক্তি 10 লক্ষ টাকা লাগবে আলাদা ব্যবস্থার জন্য ৷ সবমিলিয়ে প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা পাবে গুয়াহাটির হোটেলটি ৷

তাহলে বিদ্রোহী শিন্ডে-সহ 16 জন বিধায়ক কি মুম্বই ফিরছেন ?

Last Updated : Jun 25, 2022, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details