গিনি, 7 নভেম্বর: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে পশ্চিমবঙ্গের 1 বাসিন্দা -সহ 16 জন ভারতীয়কে বন্দি করা হয়েছে (16 Indians Including A Youth from Bengal Arrested in Guinea) ৷ জানা গিয়েছে, গিনির নৌসেনা কর্মীরা তাঁদের গ্রেফতার করে ৷ এই ঘটনায় ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন বন্দি ভারতীয়রা ৷ তাঁরা সকলে মুম্বইয়ে একটি সংস্থার হয়ে কাজ করেন ৷ 16 জন ভারতীয় ছাড়াও, শ্রীলঙ্কার 8 এবং পোল্যান্ডের ও ফিলিপিন্সের 1 জন নাগরিকে আটক করা হয়েছে ৷
জানা গিয়েছে, মুম্বইয়ের একটি সংস্থার জাহাজে কর্মরত ওই 16 জন ভারতীয় গত 8 অগস্ট নাইজেরিয়ার একেপিও টার্মিনালে পৌঁছায় ৷ সেখানে তাঁরা অপরিশোধিত তেল (Crude Oil) নিতে গিয়েছিলেন ৷ ওই জাহাজের এক কর্মী ইটিভি ভারতকে জানিয়েছেন, তাঁদের সংস্থার জাহাজ বিভিন্ন দেশে ঘোরে ৷ মূলত অপরিশোধিত তেল বহনের কাজ করে ওই সংস্থার জাহাজ ৷ তেমনই নাইজেরিয়ায় অপরিশোধিত তেল নিতে গিয়েছিলেন 16 জন ভারতীয়-সহ 26 জনের ওই দল ৷
কিন্তু, জাহাজে তেল ভর্তি করে ওই সংস্থার জাহাজ টার্মিনাল থেকে বেরনোর পরেই, নাইজেরিয়ার তেল চুরির অভিযোগ করা হয় কর্মীদের বিরুদ্ধে ৷ সংস্থার ওই কর্মী জানিয়েছেন, জাহাজ গিনির সমুদ্রসীমায় প্রবেশ করতেই নাইজেরিয়ার নির্দেশে সেদেশের নৌসেনা তাঁদের আটকে দেয় ৷ সেই সঙ্গে জাহাজের উপস্থিত সকল ভারতীয়-সহ বাকিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানানো হয়, ওই জাহাজের কর্মীরা নিয়ম ভেঙেছেন ৷ আর এর জন্য তাঁদের সংস্থা জরিমানাও দিয়েছে ৷
আরও পড়ুন:শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার 15 ভারতীয় মৎস্যজীবী
গিনির নৌসেনা ওই জাহাজটিকে নিজেদের হেফাজতে রেখেছে ৷ আর এর মাঝে সকলকে 3-4 বার জিজ্ঞাসাবাদও করা হয়েছে ৷ তবে, সেখান থেকে ছাড়া পেলেও ওই সংস্থার কর্মীদের সম্পূর্ণ মুক্তি নাও হতে পারে বলে জানা গিয়েছে ৷ কারণ, গিনি জলসীমান্ত পেরিয়ে নাইজেরিয়ার নৌসেনা মোতায়েন করা হয়েছে ৷ ভারতীয় ওই সংস্থার জাহাজ এগোলেই তাঁদের আবারও আটক করা হতে পারে বলে, জানিয়েছেন জাহাজের কর্মীরা ৷