নয়াদিল্লি, 11 এপ্রিল : লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত 1 লাখ 52 হাজার 879 । এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 45 হাজার 384 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 33 লাখ 58 হাজার 805 জন । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 11 লাখ 8 হাজার 87 জন ।
কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 839 জনের ৷ গতকাল যা ছিল 794 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 69 হাজার 275 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 90 হাজার 584 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 20 লাখ 81 হাজার 443 জন ৷
দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 33 লাখ 43 হাজার 951 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 27 লাখ 48 হাজার 153 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 60 হাজার 204 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 15 হাজার 342 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 55 হাজার 40, সুস্থ হয়েছে 9 লাখ 80 হাজার 519 জন ৷