জয়পুর, 8 মে :করোনা আক্রান্তের দেহ কবর দেওয়ার সময় মানা হয়নি কোভিড বিধি ৷ আর তারই খেসারত দিতে হল 21 জনকে ৷ অন্তত এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকর জেলায় ৷ স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় গ্রামের এক ব্য়ক্তির ৷ তাঁকে কবর দিতে যান 150 জন ! পরে এই 150 জনের মধ্যে 21 জনের মৃত্য়ু হয় কোভিড ভাইরাসে ৷ যদিও প্রশাসনের দাবি, গত 15 থেকে 5 মে পর্যন্ত ওই গ্রামে করোনা প্রাণ কেড়েছে মাত্র চারজনের ৷ বাকিদের মৃত্য়ুর কারণ অন্য ৷
স্থানীয় প্রশাসনের আধিকারিকদের মারফত যে খবর সামনে এসেছে তা হল, গত 21 এপ্রিল খিরবা গ্রামে এক কোভিড আক্রান্তের মৃতদেহ আনা হয় ৷ সেই ব্য়ক্তির অন্তিমযাত্রায় অংশ নেন অন্তত 150 জন ৷ শিকেয় ওঠে কোভিড বিধি ৷ প্লাস্টিকে মোড়া দেহ প্লাস্টিক খুলে বাইরে বের করে আনা হয় ৷ এমনকী, দেহ কবর দেওয়ার আগে তা ছুঁয়েও দেখেন বহু মানুষ !