পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা - 150 crore seized

উত্তর প্রদেশের কানপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল 150 কোটি টাকা (150 crore seized) ৷ তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

150 crore seize from residence of a kanpur businessman
150 crore seized : কানপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 150 কোটির কালো টাকা

By

Published : Dec 24, 2021, 8:34 PM IST

কানপুর, 24 ডিসেম্বর : সুগন্ধী প্রস্তুতকারক ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে উদ্ধার হল 150 কোটি টাকা (150 crore seize from residence of a kanpur businessman) ৷ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান বিবেক জোহরি এই কথা জানান ৷ তিনি জানান, তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে ৷

তিনি জানান, ওই ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে ব্যবসা করছিলেন বলে অভিযোগ আসেন ৷ সেই অনুযায়ী তল্লাশি চালানো হয় ৷ তখনই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় ৷ তাছাড়া জাল বিল দিয়ে ব্যবসা করা হচ্ছিল বলেও অভিযোগ আসে ৷ সেই সংক্রান্তও কিছু নথি পাওয়া গিয়েছে বলে খবর ৷ এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে জানিয়েছেন বিবেক জোহরি ৷

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ মুহূর্তের মধ্যে টাকার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে অনেক যন্ত্রের সাহায্যে টাকা গোনা হচ্ছে বলে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন :Priyanka Children Insta not Hacked : প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা হ্যাক হয়নি, দাবি সরকারি সূত্রের

ABOUT THE AUTHOR

...view details