ইন্দোর, 13 অগস্ট: মহিলার পেট থেকে বের হল 15 কেজি ওজনের টিউমার ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে ৷ একটি বেসরকারি হাসপাতালে দু'ঘণ্টার চেষ্টায় জটিল অস্ত্রোপচার করে টিউমারটি বের করেন চিকিৎসকেরা ৷ মহিলা রোগীর নাম শীতল ৷ বয়স 41 বছর ৷
অষ্টার বাসিন্দা শীতল এবং গত কয়েকদিন ধরে তাঁর পেটে ব্যথা হচ্ছিল ৷ সেই নিয়ে শীতল চিকিৎসকের দ্বারস্থ হন । তবে অনেক হাসপাতালে ঘুরলেও তিনি সঠিক চিকিৎসা পাননি ৷ শেষে ইন্দোরের এই বেসরকারি হাসপাতালে আসেন শীতল । সেখানকার চিকিৎসকেরা মহিলার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৷
মহিলার জীবন বাঁচাতে হাসপাতালের চিকিৎসক অতুল ব্যাস, গৌরব সাক্সেনা, গৌরব যাদব, আশিস শর্মা, মীনাল ঢালার টিম 2 ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারটি করেন । চিকিৎসক গৌরব সাক্সেনা জানান, হাসপাতালের তথ্য অনুযায়ী মহিলার ওজন 49 কেজি এবং শরীরে 15 কেজির টিউমার ছিল ৷ যার কারণে তাঁর পেট ফুলে গিয়েছিল এবং মহিলার হাঁটতে বা বসতেও সমস্যা হচ্ছিল । এটি অপসারণ করা না হলে পেটে টিউমারটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছিল ৷ এর জেরে মহিলার জীবন সংশয়ের আশংকা ছিল । তবে অস্ত্রোপচারের পর বর্তমানে ওই মহিলা আশংকামুক্ত ।
আরও পড়ুন:হাঁটুতে টিউমার, জটিল অস্ত্রোপচার সফল আরজি কর হাসপাতালে
মহিলার পরিবারের সদস্য ময়ূরী শর্মা জানান, শীতলকে অষ্টা-সহ ইন্দোরের বেশ কয়েকটি হাসপাতালে দেখানো হয়েছিল । কিন্তু কোনও লাভ হয়নি ৷ পরে এই বেসরকারি হাসপাতালে এলে চিকিৎসক জানান, পেটে টিউমারের কথা । এরপর চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন । এই টিউমারের ফলে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিল রোগী ৷ বেসরকারি হাসপাতালের কারণে রোগী নতুন জীবন পেয়েছে বলে তাঁর পরিবার জানান ।
হাসপাতালের চেয়ারম্যান সুরেশ সিং ভাদৌরিয়া এবং ভাইস চেয়ারম্যান মায়াঙ্করাজ সিং ভাদৌরিয়া, ডিরেক্টর আরএস রানাওয়াত, অতিরিক্ত ডিরেক্টর আরসি যাদব এবং মেডিক্যাল কলেজের ডিন চিকিৎসক জিএস প্যাটেল জটিল অস্ত্রোপচারের জন্য ডাক্তারদের দলকে অভিনন্দন জানিয়েছেন ৷ সামান্য ভুল হলেই রোগীকে বাঁচানো যেত না । চিকিৎসক অতুল ব্যাস জানান, 41 বছর বয়সি ওই মহিলা মূলত অষ্টার বাসিন্দা এবং গত কয়েকদিন ধরে তিনি পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে আসেন । প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান যে মহিলার পেটে একটি বড় টিউমার রয়েছে ।
আরও পড়ুন:কালনায় অস্ত্রোপচারে জরায়ু থেকে বের হল 7 কেজির টিউমার
তিনি আরও জানান, মহিলার পেটে টিউমারটি অনেক বড় ছিল এবং খাবার খাওয়া ছাড়া তাঁর হাঁটতে সমস্যা হচ্ছিল । এই টিউমারটি ডিম্বাশয়ের টিউমার নামে পরিচিত । এর পরে চিকিৎসার প্রস্তুতি শুরু করে এবং টিউমারটি সফলভাবে মহিলার পেট থেকে বার করা হয় । এই অস্ত্রোপচারটি অত্যন্ত কঠিন ছিল ৷ কারণ টিউমারটি মহিলার পেটে বড় আকার ধারণ করে । মহিলার পেট থেকে 15 কেজির ওই টিউমার বের করা হয়েছে ৷ অস্ত্রোপচারে সামান্য ভুল হলে শরীরের অনেক স্নায়ুর ক্ষতি হতে পারত ৷ তাই অস্ত্রোপচারে 2 ঘণ্টা লেগেছে ।