দাভানাগেরে, 25 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ উপহার ৷ আজ তিনি কর্ণাটক সফরে গিয়েছেন ৷ এছাড়া রাজ্যে বিজয় সংকল্প যাত্রাও শেষ হবে শনিবার ৷ এখানে দাবানাগিরি জেলা বিজেপি এই সংকল্প যাত্রার পরে একটি বিশেষ ইট তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে ৷ এই ইটে শ্রীরাম এবং অযোধ্যার মূর্তি খোদাই করা হয়েছে ৷ প্রসঙ্গত, সামনেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Davanagere BJP to gift 15 Kg silver brick to Prime Minister Narendra Modi) ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এবং রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ সেই কথা স্মরণে রেখে নরেন্দ্র মোদিকে এই উপহার ৷ পুনেতে একটি 15 কেজি ওজনের রুপোর ইট তৈরি করা হয় ৷ 1990 সালে দাভানাগেরে রামজ্যোতি যাত্রায় 8 জন মারা যান ৷ তাঁদের নাম খোদাই করা হয়েছে এই ইটে ৷ এছাড়া রুপোর এই ইটে বিজেপি দলের প্রতীক এবং জয় শ্রীরামও লেখা আছে ৷ প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উপহারটি অযোধ্যায় পাঠাতে চায় দাভানাগেরে বিজেপি ৷