পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gift for Prime Minister in Karnataka: শেষ বিজয় সংকল্প যাত্রায় প্রধানমন্ত্রীকে 15 কেজির রুপোর ইট উপহার - অযোধ্যায় রাম মন্দির

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে শনিবার বোম্মাইয়ের রাজ্যে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে বিজয় সংকল্প যাত্রা শেষ হবে আজ ৷ তারপরে দাভানাগেরের বিজেপি তাঁকে একটি বিশেষ উপহার দেবে ৷ কী সেটা (Davanagere BJP to PM Narendra Modi in Karnataka)? Vijay Sankalp Yatra in Davanagere, Karnataka

Prime Minister Narendra Modi in Karnataka
দেবানাগিরির উপহার

By

Published : Mar 25, 2023, 9:12 PM IST

দাভানাগেরে, 25 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ উপহার ৷ আজ তিনি কর্ণাটক সফরে গিয়েছেন ৷ এছাড়া রাজ্যে বিজয় সংকল্প যাত্রাও শেষ হবে শনিবার ৷ এখানে দাবানাগিরি জেলা বিজেপি এই সংকল্প যাত্রার পরে একটি বিশেষ ইট তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে ৷ এই ইটে শ্রীরাম এবং অযোধ্যার মূর্তি খোদাই করা হয়েছে ৷ প্রসঙ্গত, সামনেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Davanagere BJP to gift 15 Kg silver brick to Prime Minister Narendra Modi) ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এবং রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ সেই কথা স্মরণে রেখে নরেন্দ্র মোদিকে এই উপহার ৷ পুনেতে একটি 15 কেজি ওজনের রুপোর ইট তৈরি করা হয় ৷ 1990 সালে দাভানাগেরে রামজ্যোতি যাত্রায় 8 জন মারা যান ৷ তাঁদের নাম খোদাই করা হয়েছে এই ইটে ৷ এছাড়া রুপোর এই ইটে বিজেপি দলের প্রতীক এবং জয় শ্রীরামও লেখা আছে ৷ প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উপহারটি অযোধ্যায় পাঠাতে চায় দাভানাগেরে বিজেপি ৷

অযোধ্যায় রামমন্দির নির্মাণের সময় 2022 সালের 13 ডিসেম্বর রামনগর জেলা থেকেও একটি এই রকম রুপোর ইট উৎসর্গ করা হয়েছিল ৷ বিজয় সংকল্প যাত্রার অনুষ্ঠান শেষের পথে ৷ এর জন্য সব দিক দিয়ে তৈরি দাভানাগেরে ৷ 1 মার্চ রাজ্যের চারটি জায়গা থেকে এই যাত্রা শুরু হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বহু শীর্ষ নেতা এই যাত্রা শেষের অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে জিএমআইটি ইনস্টিটিউটের কাছে 400 একর জমির উপর একটি বিশালাকার মণ্ডপ তৈরি করা হয়েছে ৷ রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষদের আনতে 10 হাজার বাস এবং হাজারেরও বেশি প্রাইভেট গাড়ির বন্দোবস্ত করেছে বিজেপি ৷

আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে 124 জনের নামের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details