ত্রিপুরা (আগরতলা), 30 নভেম্বর: বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ ত্রিপুরায় (Tripura) এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ সিপিএমের দাবি, বিজেপির হামলায় আহত হয়েছেন 15 জন নেতা-কর্মী ৷ সেই তালিকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিপিএমের ভানুলাল সাহাও (CPIM MLA Bhanu Lal Saha) আছেন ৷
বুধবার ত্রিপুরার সিপাহীজলা জেলার চারিলামে দলের কার্যালয়ের সামনে সিপিএমের পথসভা ছিল ৷ পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই ওই পথসভা করা হয় বলে দাবি করেছেন ভানুলাল সাহা ৷ তাঁর অভিযোগ, সেই সভায় আচমকাই হামলা চালায় বিজেপি ৷ বোমাবাজি করা হয় ৷ সিপিএমের নেতা-কর্মীদের খুনের উদ্দেশ্য়েই এই হামলা চালানো হয় ৷
তাঁর আরও দাবি, সিপিএমের নেতা-কর্মীদের দিকে পাথর ছোড়া হয় ৷ প্রথমে তাঁরা লুকিয়ে পড়েন ৷ পরে সেখানে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ৷ তিনি পালিয়ে একটি এটিএমের মধ্যে আশ্রয় নেন ৷ সেখানে এসেও হামলা চালানো হয় ৷ তবে তাঁর নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে বেরিয়ে যান ৷