অঙ্গোলে (অন্ধ্রপ্রদেশ), 16 ডিসেম্বর: ওঁরা সকলেই ষাটেরও বেশি বসন্ত দেখে ফেলেছেন ৷ কিন্তু, তারপরও ওঁদের মন, মস্তিষ্কে বার্ধক্য বাসা বাঁধতে পারেনি ৷ কায়িক শ্রম হোক, কিংবা মানসিক চাপ সামলানো, সবকিছুতেই জোর টক্কর দিতে পারেন তরুণদের ৷ আর তাঁরা তাই 'অবসর' যাপনের জন্য বেছে নিয়েছেন অভিনব পন্থা ৷ ক্যারাভ্যানে (Caravan) চড়ে ঘুরে বেড়াচ্ছেন সারা পৃথিবী ! উদ্দেশ্য, বিভিন্ন দেশ দেখা (World Tour), দেশের মানুষকে দেখা এবং তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া ৷ আপাতত, এই 15 দম্পতি (15 Couple) এসে পৌঁছেছেন দক্ষিণ ভারতে ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন ইটিভি ভারতের স্থানীয় প্রতিনিধি ৷ কথা হল দেশ, দুনিয়া নিয়ে ৷
ভিনদেশি এই 'অভিযাত্রী'রা (অভিযাত্রী বলছি, কারণ, 30 জন ষাটোর্ধ্ব মানুষের এই যাত্রা কোনও অভিযানের থেকে কম নয় !) জানালেন, তাঁদের এই পথচলা একসঙ্গে হলেও আদতে তাঁরা ভিন্ন দেশের নাগরিক ৷ যোগাযোগের নেপথ্যে রয়েছে একটি ভ্রমণ সংস্থা ৷ পৃথিবী ঘোরার 'অভিযান' শুরু হয়েছিল, ইস্তানবুল শহর থেকে ৷ দিনটি ছিল চলতি বছরের 1 অগাস্ট ৷ সবকিছু হিসাব মাফিক চললে দেশঘোরা শেষ হবে 2023 সালের 31 জুলাই ৷ ততদিনে তাঁরা পৌঁছে যাবেন অস্ট্রেলিয়ার ডারউইনে ৷ ভ্রমণের তালিকায় রয়েছে মোট 18টি দেশ ৷ ভারতে ঢোকার আগেই জর্জিয়া, আর্মেনিয়া, ইরান এবং পাকিস্তান ঘোরা হয়ে গিয়েছে এই 15টি বিবাহিত দম্পতির ৷ ভারতে এখনও পর্যন্ত তাঁরা ঘুরেছেন দিল্লি, মুম্বই এবং গোয়া ৷ আপাতত ঘাঁটি গেড়েছেন অন্ধ্রপ্রদেশের অঙ্গোলায় ৷ পরবর্তী গন্তব্য হায়দরাবাদ ৷