পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Evacuation from Afghanistan : দেশে ফিরলেন আরও 146 জন ভারতীয়

গতকাল দু দফায় 194 জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷ আজ আরও 146 জন ফিরলেন ৷

By

Published : Aug 23, 2021, 9:53 AM IST

Evacuation from Afghanistan
Evacuation from Afghanistan

নয়াদিল্লি, 23 অগস্ট : দেশে ফিরলেন আরও 146 জন ভারতীয় নাগরিক ৷ আজ দোহার কাতার থেকে বিভিন্ন সংস্থার বিমানে করে ওই 146 জনকে দেশে নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন কাবুলে মার্কিন দূতাবাসে কর্মরত দুই ব্যক্তি ৷ মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলে তাঁদের দেশে ফেরানো নিশ্চিত করেছে ভারত ৷ আফগানিস্তানে তালিবান কব্জা করতেই 14 অগস্ট মার্কিন দূতাবাসের তরফে তাঁদের কাতার নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও 300 জনের সঙ্গে সেনা ক্যাম্পে ছিলেন তাঁরা ৷

গতকাল ভারতীয় বায়ুসেনার C-17 বিমানে করে কাবুল থেকে দেশে ফেরেন 168 জন ৷ তার মধ্যে 107 জন ছিলেন ভারতীয় নাগরিক ৷ গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণ করে বিমানটি ৷ তার আগে অবশ্য এয়ার ইন্ডিয়ার বিমানে করে দেশে ফেরেন 87 জন ৷ কাবুলের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ৷ চারিদিকে যুদ্ধ যুদ্ধ পরিবেশ ৷ পাশাপাশি তালিবানের আতঙ্ক তো রয়েছেই ৷ সব মিলিয়ে অগ্নিগর্ভ আফগানিস্তান থেকে একে একে নিরাপদে দেশে ফেরানো হচ্ছে সেদেশে আটকে থাকা ভারতীয়দের ৷

আরও পড়ুন : Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেয়েছে ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details