নয়াদিল্লি, 23 অগস্ট : দেশে ফিরলেন আরও 146 জন ভারতীয় নাগরিক ৷ আজ দোহার কাতার থেকে বিভিন্ন সংস্থার বিমানে করে ওই 146 জনকে দেশে নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন কাবুলে মার্কিন দূতাবাসে কর্মরত দুই ব্যক্তি ৷ মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলে তাঁদের দেশে ফেরানো নিশ্চিত করেছে ভারত ৷ আফগানিস্তানে তালিবান কব্জা করতেই 14 অগস্ট মার্কিন দূতাবাসের তরফে তাঁদের কাতার নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও 300 জনের সঙ্গে সেনা ক্যাম্পে ছিলেন তাঁরা ৷
গতকাল ভারতীয় বায়ুসেনার C-17 বিমানে করে কাবুল থেকে দেশে ফেরেন 168 জন ৷ তার মধ্যে 107 জন ছিলেন ভারতীয় নাগরিক ৷ গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমান অবতরণ করে বিমানটি ৷ তার আগে অবশ্য এয়ার ইন্ডিয়ার বিমানে করে দেশে ফেরেন 87 জন ৷ কাবুলের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ৷ চারিদিকে যুদ্ধ যুদ্ধ পরিবেশ ৷ পাশাপাশি তালিবানের আতঙ্ক তো রয়েছেই ৷ সব মিলিয়ে অগ্নিগর্ভ আফগানিস্তান থেকে একে একে নিরাপদে দেশে ফেরানো হচ্ছে সেদেশে আটকে থাকা ভারতীয়দের ৷