দিল্লি, 23 জানুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 14 হাজার 256 জন । শুক্রবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 14 হাজার 545 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 6 লাখ 39 হাজার 684 ।
এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 152 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 163 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 53 হাজার 184 জনের । গত 24 ঘণ্টায় 17 হাজার 130 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 3 লাখ 838 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 85 হাজার 662 ।