গাজিয়াবাদ, 17 নভেম্বর: সংশোধনাগারে বন্দি 140 জনের শরীরে মিলল মারণ এইডস-এর (AIDS) উপস্থিতির প্রমাণ ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad) ৷ কারণ, এখানকার ডাসনা সংশোধনাগারেই (Dasna Jail) বন্দি 140 জন আবাসিকের রক্তের নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, তাঁরা সকলেই এইচআইভি পজিটিভ (HIV Positive) ৷ একইসঙ্গে, 35 জন অন্য বন্দির শরীরে মিলেছে যক্ষা রোগ (Tuberculosis) বা টিবি (TB)-এর উপস্থিতি ৷
ডাসনা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এখানে বর্তমানে প্রায় 5 হাজার 500 জন বন্দি রয়েছেন ৷ তাঁদের মধ্য়ে 140 জনই ভয়ঙ্কর মারণব্যধিতে আক্রান্ত ! কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি সূত্রের ৷ যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ সংশোধনাগারের ভিতরে বন্দিরা কী অবস্থায় থাকেন, তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে, ওই 140 জন বন্দি কি সংশোধনাগারে আসার আগে থেকেই এইডস-এ আক্রান্ত ছিলেন ? নাকি সংশোধনাগারে আসার পর তাঁরা এই মারণরোগের কবলে পড়েছেন ? দ্বিতীয়টা হলে ভবিষ্যতে কর্তৃপক্ষকে তার জন্য জবাবদিহি করতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷