হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: বিরোধী 'ইন্ডিয়া' জোটকে সবদিক দিয়ে সফল করবে কংগ্রেস ৷ শনিবার হায়দরাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লিউসি-র বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে ৷ কমিটির সদস্যদের মনে হয়েছে, দেশকে বিভাজনকারী রাজনীতি থেকে মুক্ত করতে 'ইন্ডিয়া' জোটই আদর্শ । আর তাই নির্বাচনে এই জোটকে সফল করে তুলতে কংগ্রেস প্রতিশ্রুতবদ্ধ ৷ এটি কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। পুনর্গঠনের পর এটাই এই কমিটির প্রথম বৈঠক ৷ শুরুতেই মোট 14 টি প্রস্তাবনা গৃহীত হয়েছে ৷
কংগ্রেসের দাবি, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির ভিত নাড়িয়ে দিতে পেরেছে ৷ এদিন প্রস্তাবনায় জানানো হয়েছে, দেশে বেকারত্ব বেড়ে চলেছে, অত্যাবশকীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ ৷ প্রধানমন্ত্রীর তথাকথিত রোজগার মেলাটিও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকার জন্য করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন প্রতি বছর 2 কোটি কর্মসংস্থান হবে । কিন্তু তা হয়নি ৷
2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল ৷ কিন্তু তা হয়নি ৷ এই ব্যর্থতাকে জাতীয় এবং আন্তর্জাতিক লজ্জা বলে উল্লেখ করা হয়েছে কংগ্রেসের প্রস্তাবনায় ৷ 2011 সালের জনগণনা অনুযায়ী যে সব ভারতীয়ের রেশন কার্ড আছে, শুধুমাত্র তাঁরাই রেশনে দেওয়া খাদ্যসামগ্রী পাচ্ছেন ৷ এর ফলে প্রায় 14 কোটি গরিব, দুঃস্থ ভারতীয় রেশন থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি কংগ্রেসের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিগত জনগণনা বা কাস্ট সেনসাস করতে রাজি হয়নি ৷ এই বিষয়টিও তুলে ধরা হয় প্রস্তাবনায় ৷
আরও পড়ুন: 5 রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বড় বৈঠকে কংগ্রেস
দু'দিন ব্যাপী কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক শেষ হবে রবিবার, 17 সেপ্টেম্বর ৷ এদিন কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি, দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া , কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, পি চিদম্বরম থেকে শুরু করে আরও অনেকে ৷