গুয়াহাটি, 21 অগস্ট : তালিবান কার্যকলাপের পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য 14 জনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ রাজ্যের 10টি জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ ৷
আফগানিস্তানে বর্তমানে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে তালিবানকে সমর্থন করে অসমের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করতে গিয়েছে যাচ্ছে ৷ এমনই 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের নাম হল- মৌলানা ফাজুল করিম, আবু বক্কর সিদ্দিকি, সইদুল হক, জাভেদ মজুমদার, মজিদুল ইসলাম, ফারুক হুসেন খান, সৈয়দ আহমেদ, আরমান হুসেন, নাদিম আফতার, নুর আলম, মৌলানা ইয়াসিন খান, মৌলানা বাসিরুদ্দিন লস্কর, মুজিব উদ্দিন এবং মুর্তজা হুসেন খান ৷ এদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ অসমের ডারাংগম, কামরূপ, কাছাড়, বাড়পেটা, ধুবড়ি, হাইলাকান্দি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, হোজাই এবং করিমগঞ্জের বিভিন্ন জায়গাায় এদের বাড়ি ৷