নয়াদিল্লি, 24 মার্চ:সিবিআই ও ইডি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যে মামলাগুলির তদন্ত করছে, সেগুলির ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার, হেফাজত এবং জামিনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেওয়া হোক ৷ এই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা রুজু করল 14টি বিরোধী রাজনৈতিক দল (14 Opposition Parties in SC) ৷
যেসমস্ত মামলায় দোষী সাব্যস্ত হলে 7 বছরের বেশি সময়ের জন্য কারাবাস হতে পারে, আবার নাও হতে পারে, সেইসব মামলার তদন্তের ক্ষেত্রে এই গাইডলাইন তৈরি করে দেওয়ার দাবি তুলেছেন মামলাকারীরা ৷ তবে, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধের মামলাগুলিকে এই আবেদনের বাইরে রাখা হয়েছে ৷
মামলাকারীদের বক্তব্য, তদন্তের নামে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের নানা ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁদের সাংবিধানিক এবং সাধারণ অধিকার লঙ্ঘিত হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরোধিতা করলেই তাঁদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে ৷ সেই কারণেই এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে ৷
গ্রেফতারের ক্ষেত্রে মামলাকারীদের বক্তব্য হল, যদি দেখা যায় অভিযুক্ত রাজনৈতিক নেতা বা নেত্রী অন্যত্র পালিয়ে যেতে পারেন, ক্ষমতা খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন বা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তাহলে তাঁদের গ্রেফতার করা যেতে পারে ৷ তা না হলে অভিযুক্তকে নির্দিষ্ট সময়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ৷ বা খুব বেশি হলে তাঁকে গৃহবন্দিও করে রাখা যেতে পারে ৷