পশ্চিমবঙ্গ

west bengal

বছরভর ব্য়স্ত থাকবে ইসরো, জানালেন চেয়ারম্য়ান

By

Published : Feb 28, 2021, 6:45 PM IST

বছরভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ইসরোর ৷ 2021-এ মোট 14টি উৎক্ষেপণ কর্মসূচি রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের ৷ রবিবার 19টি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর একথা জানান ইসরোর চেয়ারম্যান কে শিবন ৷

14 missions lined up for launch in 2021: ISRO chairman
বছরভর ব্য়স্ত থাকবে ইসরো, জানালেন চেয়ারম্য়ান

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), 28 ফেব্রুয়ারি: চলতি বছর ব্য়স্ততা তুঙ্গে থাকবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় ৷ সব মিলিয়ে এ বছর মোট 14টি উৎক্ষেপণ কর্মসূচি রয়েছে সংস্থার ৷ পাশাপাশি, বছর শেষে মানববিহীন একটি মহাকাশ অভিযান করারও পরিকল্পনা রয়েছে ৷ রবিবার এ কথা জানান ইসরোর চেয়ারম্যান কে শিবন ৷

রবিবার ব্রাজিলের অ্য়ামাজোনা-1-সহ মোট 19টি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করে ইসরো ৷ এরপরই সংস্থার মিশন কন্ট্রোল সেন্টারে বিজ্ঞানীদের সামনে ভাষণ দিতে ওঠেন শিবন ৷ তিনি জানান, ‘‘আমাদের হাত এখন ভর্তি ৷ আমাদের এ বছর প্রায় 14টি অভিযান রয়েছে ৷ সাতটি মহাকাশযান এবং ছ’টি উপগ্রহ উৎক্ষেপণ করতে হবে ৷ তাছাড়া, এ বছরের শেষেই আমাদের প্রথম মানববিহীন অভিযান করা হবে ৷’’

ইসরোর তরফে জানানো হয়েছে, গগনায়নের (মহাকাশ অভিযান) আগেই দু’টি মানববিহীন মহাকাশ অভিযান করা হবে ৷ প্রসঙ্গত, 2022 সালে গগনায়নের মাধ্যমেই তিনজন ভারতীয়কে মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর ৷ এর জন্য যে চারজন পাইলটকে বাছাই করা হয়েছে, আপাতত রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন:বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ ইসরোর, মহাকাশে ভাগবত গীতা-মোদির ছবি

শিবনের আশা, ইসরো তার সব পরিকল্পনাতেই সফল হবে ৷ এদিনের ভাষণে নিউ নরম্য়ালে কাজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি ৷ শিবন বলেন, ‘‘আমরা এখনও করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারিনি ৷ আপনাদের কাছে আমার অনুরোধ, সকলেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করুন ৷’’

প্রসঙ্গত, করোনা আবহে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে জারি হয়েছে বেশ কিছু বিধিনিষেধ ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাংবাদিকদের প্রবেশের উপরেও ৷ ফলে এদিনের উৎক্ষেপণ পর্বটি একমাত্র দূরদর্শনেই সরাসরি সম্প্রচার করা হয়েছে ৷ এছাড়া, ইসরোর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক এবং টুইটারেও উৎক্ষেপণের সম্প্রচার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details