অনন্তপুর ( অন্ধ্রপ্রদেশ ), 2 মে : অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় 14 জন করোনা আক্রান্তের মৃত্যু ৷ অভিযোগ অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ওই কোভিড আক্রান্তদের ৷ ইতিমধ্যে অনন্তপুর জেলার জয়েন্ট কালেক্টর ও স্থানীয় বিধায়ক অনন্ত ভেঙ্কটারামি রেড্ডি হাসপাতাল পরিদর্শনে এসেছেন ৷
স্থানীয় বিধায়ক ভেঙ্কটারামি বলেন, ‘‘ সর্বজনা হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক ৷ আমি জয়েন্ট কালেক্টর নিশান্ত কুমারের কাছে পুরো ঘটনার বিবরণ চেয়েছি ৷ কর্মকর্তারা বলছেন অক্সিজেনের কোনও সমস্যা নেই ৷ যদিও মৃতদের পরিজনরা অন্য কথা বলছেন ৷ কয়েকদিন আগে আমি অক্সিজেনের পরিমাণ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম ৷ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷’’