লখনউ, 5 অক্টোবর: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের (Durga Puja pandal in Lucknow) একটি দুর্গা পুজো মণ্ডপ সবার নজর কাড়ল (Tallest Durga Puja Pandal)৷ জাংকিপুরমের পুজো প্যান্ডেলটি লম্বায় 136 ফিট ৷ উচ্চতম দুর্গা পুজো মণ্ডপ হিসেবে তারা নাম তুলে নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World Records)৷
বৃন্দাবনে নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো প্যান্ডেল ৷ চন্দ্রোদয় মন্দির হতে চলেছে বিশ্বের উচ্চতম ধর্মীয় স্তম্ভ ৷ 5,40,000 বর্গফিট জায়গাজুড়ে তৈরি হচ্ছে এই মন্দির ৷ যার উচ্চতা হবে প্রায় 700 ফিট ৷ জাংকিপুরমের দুর্গা পুজো পার্কের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে এই মন্দিরের আদলে দুর্গা পুজো প্যান্ডেল ৷ গত 28 বছর ধরে এই পুজো করে আসছে উৎসব পুজো কমিটি ৷
পুজো কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে জানালেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও অসম থেকে 52 জন শিল্পী এসেছেন ৷ এটি তৈরি করতে সময় লেগেছে টানা একমাস ৷ রাকেশ জানালেন, "এই দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করতে খরচ পড়েছে 32 লাখ টাকা ৷ প্রতিদিন দেবী দুর্গা দর্শনে এই প্যান্ডেলে প্রায় 70 হাজার মানুষের সমাগম হচ্ছে ৷"