পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Gang Rape Case: 13 বছরের কিশোরীকে অপহরণ করে 28 দিন ধরে গণধর্ষণ ! - বিহারে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

বিহারের মুজাফফরপুর 13 বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে 6 দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 7, 2023, 9:40 PM IST

Updated : Aug 7, 2023, 10:10 PM IST

মুজাফফরপুর, 7 অগস্ট: 13 বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে ৷ অভিযোগ, 28 দিন ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ ঘটনা বিহারের মুজাফফরপুরের ৷ আরও জানা গিয়েছে, লাগাতার যৌন নির্তযানের ফলে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরাই তার মাকে খবর দেয় ৷ পরে মেয়েটির মা তাকে হাসপাতালে ভরতি করেন ও থানায় অভিযোগ দায়ের করেন ৷

থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, ওই মহিলা জানিয়েছেন তাঁর 13 বছরের মেয়েকে ওই 6 ব্যক্তি সরাইয়া থানা এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় গত 9 জুলাই ৷ দুষ্কৃতীরা একটি গাড়িতে করে এসেছিল ৷ মহিলা জানিয়েছেন, তিনি ওই ঘটনার পর থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করেছিলেন ৷ কিন্তু মেয়ের খোঁজ মেলেনি ৷ কিশোরীর মা আরও জানিয়েছেন, 5 অগস্ট তিনি একটি ফোন পান ৷ ফোনে তাঁকে বলা হয় সরাইয়া চক এলাকা থেকে তাঁর মেয়েকে নিয়ে আসতে ৷

মহিলার দাবি, রাত 8টা নাগাদ তিনি সেদিন ওই এলাকায় গিয়ে দেখেন তাঁর মেয়ে পড়ে আছে ৷ মহিলার দাবি, 28 দিন ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করে 6 দুষ্কৃতী ৷ ফলে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী ৷ এরপরেই কিশোরীকে হাসপাতালে ভরতি করানো হয় ৷

আরও পড়ুন: বন্ধ ঘর থেকে গৃহবধূ ও শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার আরামবাগে

তবে পুলিশের দাবি, তদন্তে তারা জানতে পেরেছে, অভিযুক্তরা ওই কিশোরীর উপর সোশাল মিডিয়ায় মাধ্যমে নজরদারি চালাত এবং তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছিল ৷ পরে কিশোরীকে অপহরণ করার চক্রান্ত করা হয় ৷ তবে অভিযুক্তদের এখনও ধরা সম্ভব হয়নি ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ কিশোরীর মায়ের অভিযোগ, পুলিশ ঠিক সময়ে পদক্ষেপ করেনি ৷ যদি নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পর পুলিশ পদক্ষেপ করত তাহলে হয়তো এই ঘটনা ঘটত না ৷

Last Updated : Aug 7, 2023, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details