পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা টিকাকরণের দাবি তৃণমূল-সহ 13 বিরোধী দলের - মমতা বন্দ্যোপাধ্যায়

কোভিড মোকাবিলায় বিনামূল্যে গণ টিকাকরণ অভিযান চালানোর জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল তৃণমূল-সহ 13 বিরোধী দল ৷ সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতেও বলেছে তারা ৷

13 Opposition leaders request centre to launch free vaccination drive
কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা টিকাকরণের দাবি তৃণমূল-সহ 13 বিরোধী দলের

By

Published : May 3, 2021, 10:18 AM IST

নয়াদিল্লি, 3 মে:দেশজুড়ে বিনামূল্যে কোভিড টিকাকরণ অভিযানের দাবিতে সরব হল বিরোধী দলগুলি ৷ কেন্দ্রের কাছে যৌথ বিবৃতি দিয়ে এই দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ 13টি বিরোধী দল ৷ দেশের সব হাসপাতালে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও কেন্দ্রকে নিশ্চিত করতে বলেছে বিরোধীরা ৷

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "দেশে অতিমারীর সংক্রমণ বৃদ্ধি কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না ৷ এই অবস্থায় আমরা কেন্দ্রকে বলছি, দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করুন ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দেশজুড়ে বিনামূল্যে কোভিড টিকাকরণ অভিযান শুরু করতে বলছি ৷" কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকার জন্য বরাদ্দ 35,000 কোটি টাকার সদ্ব্যবহার করে এই অভিযান চালানো উচিত বলে দাবি করেছে বিরোধীরা ৷

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন:কিছুটা কমল করোনার সংক্রমণ ! একদিনে আক্রান্ত 3.68 লাখ, মৃত 3417

রবিবার বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে কোভিড টিকার দাবির কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, "সবাইকে বিনামূল্যে টিকা দেব ৷ কেন্দ্রের কাছে টিকা চাইব । কেন্দ্রকে বলব বিনামূল্যে টিকাকরণের জন্য ।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না-মানলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন ।

ABOUT THE AUTHOR

...view details