নয়াদিল্লি, 3 মে:দেশজুড়ে বিনামূল্যে কোভিড টিকাকরণ অভিযানের দাবিতে সরব হল বিরোধী দলগুলি ৷ কেন্দ্রের কাছে যৌথ বিবৃতি দিয়ে এই দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ 13টি বিরোধী দল ৷ দেশের সব হাসপাতালে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও কেন্দ্রকে নিশ্চিত করতে বলেছে বিরোধীরা ৷
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "দেশে অতিমারীর সংক্রমণ বৃদ্ধি কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না ৷ এই অবস্থায় আমরা কেন্দ্রকে বলছি, দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করুন ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে, "কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দেশজুড়ে বিনামূল্যে কোভিড টিকাকরণ অভিযান শুরু করতে বলছি ৷" কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকার জন্য বরাদ্দ 35,000 কোটি টাকার সদ্ব্যবহার করে এই অভিযান চালানো উচিত বলে দাবি করেছে বিরোধীরা ৷