পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, আক্রান্ত 1 লাখ 26 হাজারের বেশি - ভারতে করোনা সংক্রমণ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 9 কোটি 1 লাখ 98 হাজার 673 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ৷

দেশে সর্বাধিক দৈনিক আক্রান্ত, 1 লাখ 26 হাজারের উপরে
দেশে সর্বাধিক দৈনিক আক্রান্ত, 1 লাখ 26 হাজারের উপরে

By

Published : Apr 8, 2021, 11:54 AM IST

নয়াদিল্লি, 8 এপ্রিল : চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায় ৷ তারপর থেকে দৈনিক আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বগামী ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 26 হাজার 789 ৷ এটাই এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 15 হাজার 736 ৷ কিন্তু মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছিল, আক্রান্ত হয়েছিল 96 হাজার 982 জন ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 1 কোটি 29 লাখ 28 হাজার 574 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 9 লাখ 10 হাজার 319 জন ৷

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 685 জনের ৷ গতকাল যা ছিল 630 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 66 হাজার 862 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 59 হাজার 258 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 18 লাখ 51 হাজার 393 জন ৷

আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 31 লাখ 73 হাজার 261 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 26 লাখ 13 হাজার 627 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 44 হাজার 594 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 8 হাজার 78 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 33 হাজার 560, সুস্থ হয়েছে 9 লাখ 71 হাজার 556 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট 12 লাখ 37 হাজার 781টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 26 লাখ 77 হাজার 379টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details