ভোপাল, 26 এপ্রিল : মধ্যপ্রদেশের খারগোনের একাধিক এলাকায় সিসিটিভি বসানোর কাজ শুরু হল ৷ স্থানীয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, খারগোনের বিভিন্ন এলাকাজুড়ে সব মিলিয়ে 121টি সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে (121 cctvs to be Installed in riot hit Khargone in Madhya Pradesh) ৷
প্রসঙ্গত, চলতি বছরে রামনবমীর দিন যে দাঙ্গার ঘটনা ঘটেছিল তার জেরেই এই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ এমনকি সেদিনের ঘটনার পর থেকে চলা কার্ফু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ মঙ্গলবার টানা চতুর্থ দিনের জন্য সেই সময়ের মধ্যে বাস চলাচলের অনুমতিও দিয়েছে ৷
10 এপ্রিল খারগোনে সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বহু দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ পাথর ছোড়ার পাশাপাশি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনার পরই শহরে কার্ফু জারি করে প্রশাসন ৷
এই ঘটনার জেরেই সিসিটিভি লাগানোর পরিকল্পনা নেয় প্রশাসন ৷ যেখানে সিসিটিভি লাগানো দরকার তার একটি তালিকা দিয়েছে পুলিশ ৷ সেই তালিকার উপর ভিত্তি করে 64 লক্ষ টাকা ব্যয়ে 36টি স্থানে 121টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে ৷ বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন, খারগোন পৌরসভার প্রধান কর্মকর্তা প্রিয়াঙ্কা প্যাটেল ৷
আরও পড়ুন :MP Police Arrest Youth in Bolpur : যুবতীর নগ্ন ছবি পোস্ট, বোলপুরের যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ