কানপুর, 14 অক্টোবর: বয়স অল্প হলেও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ছিলেন তার অনুপ্রেরণা ৷ মাত্র 12 বছর বয়সেই নেতাজির ভাবধারা ছিল তার কাছে আদর্শ ৷ সেই মানুষটি আর নেই, এই খবর কানে আসার পর তা মেনে নিতে পারেনি উত্তরপ্রদেশের বালক সারনাথ যাদব (Boy Left Home for Mulayam)৷ মুলায়মকে শেষ দেখা দেখতে কারওকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে ৷
সারনাথ জানিয়েছে, সপা নেতার প্রয়াণের খবরে সে এতটাই বিধ্বস্ত হয়ে পড়ে যে তার এটাওয়ার বাড়ি থেকে বেরিয়ে পড়ে ৷ তার কথায়, "আমি প্রথমে গোরক্ষপুরে পৌঁছলাম, তারপর গেলাম লখনউ ৷ একজন আমাকে ভুল পথ বলেছিলেন ৷ সেই কারণে আমি এটাওয়াতে বাড়ি ফেরার বদলে কানপুরে গিয়ে পৌঁছই ৷"