পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Death in Madrasa Hostel: মাদ্রাসার হস্টেলে 12 বছর বয়সি ছাত্রের মুণ্ডহীন দেহ উদ্ধার - হোস্টেলে 12 বছর বয়সি ছাত্রের মাথা কাটা দেহ উদ্ধার

Student Found Beheaded in Assam: কলকাতার পর এবার অসমে ছাত্র মৃত্যুর ঘটনা ৷ মাদ্রাসার হোস্টেল থেকে উদ্ধার হল 12 বছর বয়সি ছাত্রের মাথা কাটা দেহ ৷ তদন্তে পুলিশ ৷

Student Found Beheaded in Assam
ছাত্রের মাথা কাটা দেহ উদ্ধার

By

Published : Aug 13, 2023, 10:42 PM IST

কাছাড় (অসম), 13 অগস্ট:কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে এবার মাদ্রাসার একটি হস্টেলের ঘর থেকে 12 বছর বয়সি ছাত্রের মাথা কাটা দেহ উদ্ধার হয়েছে । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে অসমের কাছাড় জেলার দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় ৷ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

জানা গিয়েছে, রোজকারের মতো শনিবারও ছাত্রটি রাতের খাবার খেয়ে মাদ্রাসার হস্টেলে নিজের ঘরে ঘুমোতে চলে যায় ৷ এরপরে ফজরের নামাজ (সকালের নমাজ) পরার জন্য ছাত্রদের ঘুম থেকে তুলতে যান মাদ্রাসার এক শিক্ষক ৷ হস্টেলের ঘরে ঢুকে তিনি দেখেন, মেঝেতে পড়ে রয়েছে রবিজুলের রক্তাক্ত দেহ ৷ তার মাথা থেকে ধর আলাদা হয়ে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের জানান ৷ কর্তৃপক্ষ এরপর ধোলাইয়ের স্থানীয় পুলিশকে খবর দেয় । পুলিশে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷

আরও পড়ুন:স্বপ্নদীপের রহস্য-মৃত্যু, 10 দিনের পুলিশ হেফাজত ধৃত সৌরভ চৌধুরীর

ওই পড়ুয়ার সঙ্গে একই হস্টেলে প্রায় 20 জন থাকত বলে জানা গিয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি মাদ্রাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদঘাটন করতে চাইছে ৷ কে বা কারা এই জঘন্য কাজ করল তার খোঁজ পেতে পুলিশ পড়ুয়ার পরিবারের সঙ্গেও কথা বলছে ৷ পুলিশ পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ৷ পাশাপাশি এলাকায় থমথমে পরিবেশ রয়েছে ৷ মাদ্রাসাটি সাময়িকভাবে সিল করে দিয়েছে পুলিশ । ফরেনসিক দল দিয়ে মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহ করবে পুলিশ বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন: সিগারেটের একাধিক ছ্যাঁকা, শরীরে ক্ষত; স্বপ্নদীপকে যৌন নির্যাতনের অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের

ABOUT THE AUTHOR

...view details