অমৃতসর, 27 মে: এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ৷ 12 বছর বয়সের এক নির্যাতিতা জন্ম দিয়েছে সন্তানের ৷ এই ঘটনা সামনে আসায় তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই ৷ অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালের এই ঘটনা সামনে আসায় উঠেছে নিন্দার ঝড় ৷ অবাক হয়েছেন বাড়ির লোকেরাও ৷ ঘটনায় ধর্ষণের অনুমান ফাগওয়ারা পুলিশের ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এক মেয়ে মা হয়েছে ৷ 7 মাস ধরে পেটে ব্যাথা হচ্ছিল তার ৷ কিন্তু সে বুঝতে পারেনি ৷ অবশেষে, বাচ্চার জন্ম হতেই সত্যিটা সামনে এসেছে সকলের ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফাগওয়াড়ার বাসিন্দা নির্যাতিতা মেয়েটি দীর্ঘ সাত মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগছিল ৷ তার পরিবারে বাবা ছাড়া আর কেউ নেই ৷ ফলে মেয়ের কেন পেটে যন্ত্রণা হচ্ছে তা জানতেও পারেননি বাবা ৷ আসল ঘটনাটা সামনে আসে শনিবার ৷ মেয়ের অবস্থা বেগতিক দেখে বাবা তাকে নিয়ে আসে গুরু নানক দেব হাসপাতালে ৷ পেটে যন্ত্রণা নিয়ে ভরতি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখে অবাক হয়ে যান ৷ তারা জানতে পারেন মেয়েটি সন্তানসম্ভবা ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু তার আগেই মেয়েটিও এক সন্তানের জন্ম দেন ৷ হাসপাতালের তরফ থেকে সমাজসেবী সংস্থা হিন্দ সমাজ একতাকে মেয়েটি ও তার বাচ্চার দেখভালের দায়িত্ব দেওয়া হয় ৷