রোহতাস (বিহার), 8 জুন: প্রায় 20 ঘন্টার লড়াই বিফলে গেল ৷ কাজে এল না প্রার্থনাও ৷ পিলারের মাঝে আটকে থাকা 12 বছরের রঞ্জনকে বাঁচানো গেল না ৷ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷
জানা গিয়েছে, 12 বছরের রঞ্জন কুমার নিখোঁজ ছিল দুদিন ধরে ৷ খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজনও ৷ এরপর বেশ কয়েকজন গ্রামবাসী গ্রামের ব্রিজের কাছে এক বালকের কান্নার আওয়াজ শুনতে পান ৷ দেখেন ব্রিজের দুটি পিলারের মাঝখানে আটকে গিয়েছে বাচ্চাটি ৷ খবরটি জানাজানি হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ প্রায় 20 ঘন্টা পর পিলারের মাঝখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভবপর হয় ৷ বৃহস্পতিবার উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বালকটিকে মৃত বলে ঘোষণা করেন ৷ সাসারাম সদর হাসপাতালের চিকিৎসক বৃজেশ কুমার জানিয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে বাচ্চাটিকে নামানোর পরেই প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ অনুমান, হাসপাতালে আনার সময় পথেই মৃত্যু হয়েছে বালকটির ৷