তিরুবনন্তপুরম, 2 নভেম্বর: প্রাণনাশের হুমকি দেওয়া হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ৷ আর সেই হুমকি দিয়েছে 12 বছরের এক বালক । সপ্তম শ্রেণিতে পড়া সেই বালকের কাউন্সেলিং করা হচ্ছে ৷ কেন সে এ কাজ করল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
বুধবার বিকেল 5টা নাগাদ ভিজুথাক্কাড় পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমে হুমকির ফোনটি আসে । সেই ফোনেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাণনাশের হুমকি দেওয়া হয় ৷ এই নিয়ে জাদুঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷
কোথা থেকে সেই ফোন করা হয়েছিল তা খুঁজে বের করেন তদন্তকারী আধিকারিকরা ৷ পুলিশ জানতে পেরেছে যে, এর্নাকুলামের একটি 12 বছরের বালক সেই হুমকি ফোনটি করেছিল ৷ এই ফোন করার পেছনে সপ্তম শ্রেণির ওই বালকের ঠিক কী উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ কারও প্ররোচনায় বা কেউ শিখিয়ে দেওয়ার পর সেই বালক ফোনটি করেছিল কি না, তাও জানার চেষ্টা চলছে ৷ সেই বালককে কাউন্সেলিং করা হচ্ছে ৷
আরও পড়ুন:কেরলে বিস্ফোরণের বলি বালিকা, বন্ধুকে হারিয়ে শোকাহত নীলেশ্বরমের স্কুলপড়ুয়ারা
গত রবিবারই কেরলের এর্নাকুলামের কালামাসেরিতে কনভেনশন সেন্টারে প্রার্থনা চলাকালীন পরপর জোরালো বিস্ফোরণ ঘটে ৷ তাতে মৃত্যু হয় তিনজনের, আহত হন অনেকে ৷ এই ঘটনার পর সোমবার এই নিয়ে আলোচনার জন্য় সর্বদলীয় বৈঠক করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর থেকে বিস্ফোরণের সম্পর্কে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই বিস্ফোরণের জেরে দিল্লিতেও জারি হয় হাই অ্যালার্ট ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার প্রাণনাশের হুমকি পেয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ৷ তাই ফোনটি একটি 12 বছরের বালকের থেকে এলেও একে হালকা ভাবে দেখতে নারাজ নিরাপত্তা সংস্থাগুলি ৷ এর পেছনে কোনও বড় মাথা আছে কি না, তার তদন্ত করা হচ্ছে ৷