আগ্রা, 19 জুন: আগ্রার কেন্দ্রীয় কারাগারের 12 জন বন্দি পাস করল দশম ও দ্বাদশের পরীক্ষা ৷ শনিবার উত্তরপ্রদেশ মধ্যমিক শিক্ষা পরিষদের (UPMSP) পক্ষ থেকে দশম ও দ্বাদশের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় । আগ্রার কারাগারের 12 জন বন্দি উত্তরপ্রদেশ বোর্ডেই পরীক্ষা দেন (Prisoners of Central Jail in Agra passed class 10th and 12th exams of UP Board)৷
দশম শ্রেণির পরীক্ষায় তিনজন বন্দি প্রথম বিভাগে পাস করেছে ৷ ছয়জন বন্দি দ্বিতীয় বিভাগে পাস করেছে । এছাড়াও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনজন বন্দি দ্বিতীয় বিভাগে পাস করেছে । মাধ্যমিকে জিতেন্দ্র নামে এক বন্দি 64.83 শতাংশ নম্বর পেয়ে পাস করেছে ৷ অন্যদিকে অর্জুন ও শীলেশ 63.16 এবং 62.83 শতাংশ নম্বর পেয়েছে । উচ্চমাধ্যমিকে শিশুপাল সিং, হরি সিং এবং জিতেন্দ্র দ্বিতীয় বিভাগ পেয়ে পাস করেছে (Prisoners Passed Board Exam)।