অমৃতসর, 18 ফেব্রুয়ারি : ছ'জন মৎস্যজীবী-সহ 12 জন পাকিস্তানি বন্দিকে মুক্ত করেছে ভারত সরকার (12 Prisoners Including 6 Fishermen Repatriated to Pakistan) ৷ বৃহস্পতিবার আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তাঁদের পাকিস্তান সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে (Pakistani Prisoners Released Via Attari Wagah Border) ৷ সম্প্রতি ভারতে তাঁদের কারাবাসের সময়সীমা শেষ হয়েছে ৷ তার পরেই তাঁদের সসম্মানে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হল ৷
এনিয়ে ভারতীয় প্রোটোকল অফিসার অরুণপাল সিং জানিয়েছেন, ওই 6 জন মৎস্যজীবী ভুল করে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল ৷ নৌসেনার হাতে ধরা পড়ার পর ৷ তাঁদের জেল হয় ৷ সেই কারাবাস সম্প্রতি শেষ হয়েছে ৷ মৎস্যজীবীদের সঙ্গে আরও 6 জন পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার সমস্ত নিয়মকানুন মেনে কাগজপত্র হস্তান্তরের মাধ্যমে ওই 12 জন পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে ৷