পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope of 11 November: ভূত চতুর্দশীতে ভাগ্য খুলবে কোন রাশির ? - কেমন কাটবে আজকের দিন

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
আজকের রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 6:49 AM IST

Updated : Nov 11, 2023, 7:00 AM IST

মেষ : আপনি আগে যা পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়িত হয়নি ঠিকই, কিন্তু তাতে কীই বা আসে যায় । আপনি আজকে সেগুলির পুনর্মূল্যায়ন করবেন ও দিনের মাঝামাঝি সময়ের মধ্যে আপনি সবকিছুর সমাধান করে ফেলবেন, ফলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে । জীবন এরকমই এবং যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে । আজকে প্রেমের দিন ও আপনার দুঃসাহসী স্বভাব আপনার প্রিয়তমের বিশ্বাস বাড়িয়ে তুলবে । প্রথমার্ধে আর্থিক বিষয় নিয়ে আপনি বাস্তববাদী চিন্তা করবেন ।

বৃষ : আজকে স্মৃতিরোমন্থনের জন্য ভালো দিন, কেননা ভালো স্মৃতি আপনার মুখে হাসি নিয়ে আসবে । আপনি হয়ত কিছু এমন সমস্যার সম্মুখীন হবেন যা আপনাকে খাদের ধারে দাঁড় করিয়ে দেবে । আজকে আপনাকে খুব চালাকির সঙ্গে আপনার কাজগুলির পরিকল্পনা করতে হবে । অগ্রাধিকার অনুযায়ী আপনাকে কাজগুলিকে সাজাতে হবে ও আজকের দিনের জন্য প্রস্তুত হতে হবে । স্বাস্থ্য ভালো থাকলে একইসঙ্গে অনেকগুলি কাজ করা সম্ভব হয় ।

মিথুন : আজকে একটি ব্যস্ত ও অস্থির দিন আপনার জন্য অপেক্ষা করে আছে । বাকি থাকা কাজ শেষ করার ও সময়ের মধ্যে কী করে কাজ সম্পন্ন করার যায়, তার উপায় খুঁজতেই আপনি ব্যস্ত থাকবেন । যদিও দুপুরের পরে কাজের চাপ কিছুটা কমবে । আজকে আপনি সমস্যার সমাধানের কাজ হাতে নেবেন ও তাতে অনেকটা শক্তি ক্ষয় হবে । আজকে হয়ত আপনাকে সমানে একসঙ্গে বিভিন্ন কাজে মাথা ঘামাতে হবে । এর ফলে আপনি একটু বিমর্ষ হয়ে পড়বেন ।

কর্কট : কোনও নথিতে সই করার আগে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেবেন । আজকে যেহেতু আর্থিক ক্ষতি হওয়ার দিন, দালাল ও ফড়েদের দক্ষতার সঙ্গে সামলান । চাকরির ক্ষেত্রে নতুন লোভনীয় প্রস্তাব পাবেন । কাজেই আপনি হয়ত নতুন চাকরি নেবেন । আজকে আপনার মাথা নানা হিসাবনিকাশে ভর্তি থাকবে । যদিও বিশাল কোনও অর্থ খরচ করবেন না । আপনি বুঝবেন যে অর্থ খরচ করলে সমৃদ্ধিতে সাহায্য হয় না ।

সিংহ : স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আজ আপনি বিব্রত থাকবেন । আপনার খাদ্যাভ্যাস চিন্তার প্রভূত কারণ হবে । ভালো দিক হল যে, আপনি পেশাগত জীবনে উন্নতি করার সুযোগ পাবেন । আপনাকে এই অনুকূল সময়ের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং আপনার সামনে যা যা সুযোগ আসবে সবকটি ছিনিয়ে নিন । আজকে আপনি বুদ্ধি, যুক্তি ও বিশ্লেষক ক্ষমতা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে আরও টাকা যোগ করবেন ।

কন্যা : আজকে সাংসারিক দায়িত্ব সবথেকে বেশি প্রাধান্য পাবে । অধস্তন কর্মীরা আপনাকে তাদের যথাসাধ্য সাহায্য করবেন । যদিও মনে রাখবেন, আপনি সর্বাধিক যত প্রয়াস করবেন, ঠিক ততটাই মূল্য পাবেন । লোকজন নিয়ে সতর্ক থাকুন । ইতিবাচক কোনও পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, কেননা আপনার সঙ্গী হয়ত জীবনের একঘেয়ে জিনিসগুলি মেনে নেওয়ার জন্য প্রস্তুত নন । আপনি সম্ভবত সারাদিন ধরে খুবই সক্রিয় থাকবেন ।

তুলা : আজকে এরকম ইঙ্গিত আছে যে, আপনি নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য আপনি আপনার একঘেয়ে রুটিন থেকে বিরতি নিতে চাইবেন । এই বদলটি মাঝে মাঝে আপনার প্রয়োজন হবে । দিনের পরের দিকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে । আপনার স্টাইল, প্রতিভা ও গুণ, প্রেমের যাদু আবার জাগিয়ে তুলতে সাহায্য করবে । অপ্রত্যাশিত ও আকস্মিক খরচের সম্ভাবনা আছে ।

বৃশ্চিক : আজকের দিনটি প্রফুল্ল মেজাজে শুরু হবে, কাজেই আপনার হাসিখুশি দিকটি জাহির করুন । চারপাশের লোকজনদের সঙ্গে আপনার আন্তরিক সম্পর্ক । সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে । প্রিয়তমের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন । আপনাকে কিছু প্রতিকূল পরিস্থিতি ও লোকও সামলাতে হবে । আর্থিক বিষয়ে নিজের প্রবৃত্তির থেকে আপনি অন্য লোকের উপদেশের উপরে বেশি বিশ্বাস করবেন । এই উপদেশগুলি সম্ভবত আপনার উপকারে আসবে ।

ধনু : আজকে আপনার জন্য অসাধারণ দিন, ব্যক্তিগত ও পেশাগত দুইদিকেই । আপনার লোকজনকে রাজি করানোর ক্ষমতা খুবই ভালো এবং তার আপনি সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন । পেশাগত ক্ষেত্রে, ধারণাগুলিকে আরও ভালো করে বাস্তবায়িত করার জন্য অভিজ্ঞ ও অগ্রজ লোকদের পরামর্শ চান । আপনি সঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান, কিন্তু তার সঙ্গে মতানৈক্য হওয়ার ফলে আপনি একটু চিন্তিত হয়ে পড়বেন । আজকে অনেক কিছু আপনাকে সামলাতে হবে । আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনার প্রচেষ্টার ফল পাবেন ।

মকর : পারিবারিক ক্ষেত্রে কিছু অসাধারণ ঘটনা পরিবেশকে উত্তেজনায় ভরিয়ে তুলবে এবং সারাদিন আপনি আনন্দের সাথে ব্যস্ত থাকবেন । কর্মক্ষেত্রে আপনার অসামান্য প্রয়াস পর্যাপ্ত পরিমাণে প্রশংসিত হবে, কিন্তু পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার সময় আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে । দিনের দ্বিতীয়ার্ধে আপনার টেবিলে এত কাজ জমা হবে যে, আপনি আরও ব্যস্ত হয়ে পড়বেন ও মানসিক চাপে ভুগবেন ।

কুম্ভ : আজ আপনি শান্তির দূতের ভূমিকা পালন করবেন । কৌশল ও কূটনীতির সাহায্যে, নিজের সহ সকলের সমস্যার সমাধান করে আপনি সমন্বয়পূর্ণ এক পরিবেশ তৈরি করবেন । পেশার ক্ষেত্রে যে সুযোগ আজ পাবেন তাই বরণ করে নিন, কেননা এটি হয়ত আপনার জীবনের সবথেকে উপকারী সিদ্ধান্ত হবে । আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো না । পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি চিন্তিত থাকবেন । যদি এই বিষয়ে কোনও আইনি মামলা চলে, তাহলে তা হয়ত আরও বিলম্বিত হবে ।

মীন : কাজের জায়গায় দিনটি আপনার দিক থেকে প্রচুর সৃজনশীল চিন্তাভাবনা ও পরামর্শ দিয়ে শুরু হলেও, দুপুর নাগাদ আপনি সব উৎসাহ হারিয়ে ফেলবেন । আপনি হয়ত লক্ষ্য অর্জনের জন্য কাজ করছেন না, কিন্তু বাকি থাকা কাজ শেষ করতে চাইবেন । আপনি সম্ভবত বেশি বাস্তববাদী ও কম আবেগপ্রবণ হবেন । আজকে আর্থিক বিষয় নিয়ে আপনি একটু বিভ্রান্ত থাকবেন । সপ্তাহান্তে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ থেকে একটু বিরতি নেওয়া ভালো ।

আরও পড়ুন : এই ফলগুলি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী! জেনে নিন কী কী খাবেন

Last Updated : Nov 11, 2023, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details