পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Rape Survivor Delivers Baby: আবার উন্নাও ! মাত্র 11 বছরের ধর্ষিতা পুত্র সন্তানের জন্ম দিল

তার বয়স মা হওয়ার নয়, ধর্ষণেরও নয় ৷ কিন্তু দুর্ভাগ্যজনক, তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷ তার ফলে সেই অন্তঃসত্ত্বার যখন স্কুলে যাওয়ার কথা, তখন সে হাসপাতালে শিশুর জন্ম দিল (Minor Rape Survivor gives birth a baby boy) ৷

Minor Rape Survivor Delivers Baby
ETV Bharat

By

Published : Sep 22, 2022, 2:13 PM IST

উন্নাও, 22 সেপ্টেম্বর: পুত্র সন্তানের জন্ম দিয়েছে মা ৷ প্রকৃতির নিয়মে এই ঘটনা স্বাভাবিক ৷ কিন্তু অস্বাভাবিক হল মায়ের বয়স, মাত্র 11 ৷ আর সে ধর্ষিতা নাবালিকা ৷ ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশের উন্নাও ৷ 2019 সালে যেখানে এক ধর্ষিতাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৷ পরে তিনি দিল্লির একটি হাসপাতালে মারা যান (11 years old rape survivor gives birth to baby boy in Unnao) ৷

এই ক্ষেত্রে নাবালিকা এবং তার সদ্যোজাত সন্তান, দু'জনেই এখন সুস্থ ৷ হাসপাতালের এনআইসিইউ'তে (The Neonatal Intensive Care Unit) সারাক্ষণই নজরে রাখা হচ্ছে নাবালিকা মা-ছেলেকে ৷ প্রথমে মউরাওয়ানের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের (CHC, Maurawan) পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা কেউ বিশ্বাস করতে চাননি যে 11 বছরের একটি মেয়ে অন্তঃসত্ত্বা (11 year old girl pregnant) হতে পারে ৷ তাঁরা ভেবেছিলেন নাবালিকার পেটটা একটু বেশি ফুলে গিয়েছে ৷ জেলার শিশু রক্ষা আধিকারিক সঞ্জয় মিশ্র বলেন, "মেয়েটি স্বাভাবিক নিয়মে বাচ্চার জন্ম দিয়েছে ৷ তার ওজন 2.60 কেজি ৷ মা এবং সন্তানের শারীরিক অবস্থা ঠিক আছে ৷" প্রসব বেদনা (acute labour pain) ওঠার সঙ্গে সঙ্গেই তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবার, জানালেন মিশ্র ৷

শিশু কল্যাণ কমিটির (Child Welfare Committee, CWC) চেয়ারপার্সন প্রীতি সিং সব সময় নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন ৷ তিনি জানালেন, প্রথম দিকে সদ্যোজাতের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল ৷ তিনি বলেন, "নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে তাকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷"

আরও পড়ুন: উন্নাও ধর্ষণে দোষী সাব্যস্ত কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ড

এ বছরের জানুয়ারিতে ধর্ষিতা নাবালিকা স্থানীয় একটি দোকানে চিনি কিনতে গিয়েছিল ৷ অভিযোগ, তিনজন তার মুখ ঢেকে একটি কবরস্থানে তাকে তুলে নিয়ে যায় ৷ সেখানে তাকে গণধর্ষণ করা হয়েছে ৷ থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ উন্নাওয়ের এসপি দীনেশ ত্রিপাঠী জানান, ফেব্রুয়ারি মাসে ধর্ষিতার পরিবার ওই অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে ৷

ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দেওয়ার সময় মেয়েটির বাবা জানান, তিনি পরে অভিযুক্তদের নাম বলবেন ৷ পরে সেই নাম জেনে পুলিশ পকসো আইনের আওতায় তিনজনকে গ্রেফতার করে ৷ পরিবার পরে আরও 2 জনের নাম জানিয়েছে ৷ এই নামগুলি আদালতে পেশ করে তদন্তের অনুমতি চাইবে পুলিশ ৷ ইতিমধ্যে পকসো কোর্টে (POCSO Court) এর ট্রায়াল চলছে, জানালেন এসপি ৷

আরও পড়ুন: ফের সেই উন্নাও, মেলায় গিয়ে শ্লীলতাহানির শিকার দলিত তরুণী

ABOUT THE AUTHOR

...view details