পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Boy Lives With Mother Body: মায়ের দেহের পাশেই 2 রাত কাটাল কিশোর !

টানা দু’দিন মৃত মায়ের পাশে কাটিয়ে দিল 11 বছরের কিশোর (Boy Lives With Mother Body) ৷ কিন্তু, সে বুঝতেই পারল না তার মা মারা গিয়েছেন ৷

Boy Lives With Mother Body ETV BHARAT
Boy Lives With Mother Body

By

Published : Mar 2, 2023, 2:07 PM IST

বেঙ্গালুরু, 2 মার্চ: মায়ের দেহের পাশে 2 দিন একরাত কাটাল 11 বছরের কিশোর ৷ এমনকী তার মা যে মৃত, তা বুঝতেই পারেনি সে ৷ ঘটনাটি ঘটেছে গত 25 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর গঙ্গানগরে ৷ ঘুমন্ত অবস্থাতেই 2 দিন আগে বছর 40 এর আন্নাম্মা নামে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ কিন্তু, তাঁর সঙ্গে থাকা 11 বছরের ছেলে তা বুঝতেও পারেনি ৷ পুলিশ সূত্রে খবর, কিশোর জানিয়েছে সে ভেবেছিল মা ঘুমাচ্ছে ৷ আর সেই ভেবে 2 দিন মায়ের দেহের সঙ্গে কাটিয়েছে ওই কিশোর (Boy Spends 2 Days with Mothers Body in Bengaluru) ৷

ছেলেকে নিয়ে বেঙ্গালুরুর গঙ্গানগরে থাকতেন ওই মহিলা ৷ শ্রমিকের কাজ করতেন ৷ গত 25 ফেব্রুয়ারির ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ প্রথমদিন মায়ের দেহের সঙ্গে কাটানোর পর, প্রতিবেশীর বাড়িতে যায় ওই কিশোর ৷ সেখানে গিয়ে কিশোর জানায়, তার জন্য খাবার তৈরি করে দিচ্ছেন না মা ৷ তিনি ঘুমিয়ে রয়েছেন ৷ এরপর প্রতিবেশীর বাড়িতে রাতের খাবার খেয়ে ফিরে যায় সে ৷ বাড়ি ফিরে মায়ের দেহের পাশেই ঘুমিয়ে পড়ে ওই নাবালক ৷

পুলিশ জানিয়েছে, 28 ফেব্রুয়ারি মহিলার দেহ পচতে শুরু করে ৷ আর তার দেহ থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে ৷ বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ এমনকী কিশোর নিজে প্রতিবেশীদের সে কথা জানায় ৷ কিশোরের থেকে সেই কথা শুনে বাড়িতে ঢুকে প্রতিবেশীরা দেখেন মহিলা মারা গিয়েছেন এবং তাঁর দেহে পচন ধরেছে ৷ স্থানীয়রাই দ্রুত পুলিশে খবর দেয় ৷ ঘটনার খবর পেয়ে আরটি নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷

আরও পড়ুন:ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক

পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রাথমিক তদন্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা ৷ তবে, তিনি কোনও রোগে আক্রান্ত ছিলেন কিনা, বা মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিককতা রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details