সুরাত, 12 ফেব্রুয়ারি: অযোধ্য়ায় রাম মন্দির তৈরির জন্য 50 লাখ টাকা দান করল গুজরাতের বালিকা৷ 11 বছরের মেয়েটি সুরাতের বাসিন্দা৷ সূত্রের খবর, ভক্তদের রামকথা শুনিয়েই ওই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে সে৷ রামকথার আসর থেকেই উঠে এসেছে 50 লাখ টাকা!
কোরোনা আবহে লকডাউন চলছিল৷ তাই মাসের পর মাস স্কুলে যেতে পারেনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী ভাবিকা মাহেশ্বরী৷ সেই সময়েই ভক্তদের রামকথা শোনাতে শুরু করে সে৷ পরিবারের দাবি, অন্য়দের রামকথা শোনাতে শোনাতেই ভগবান শ্রী রামের মহত্ব জানতে পারে ভাবিকা৷ তখনই ঠিক করে নেয়, অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণে তাকেও কিছু না কিছু করতে হবে৷ এরপরই মন্দিরের জন্য অর্থ সংগ্রহ শুরু করে সে৷
রাম মন্দির তৈরির জন্য অর্থ সংগ্রহ করতে ইতিমধ্য়েই একটি তহবিল তৈরি করা হয়েছে৷ ‘রাম মন্দির অযোধ্য়া সমর্পণ নিধি’ নামে ওই তহবিলেই 50 লাখ টাকা দান করেছে সুরাতের এই বালিকা৷