পহেলগাঁও (জম্মু ও কাশ্মীর), 22 জুন :পহেলগাঁওতে তরসর মরসর লেক থেকে নিখোঁজ 11 জন পর্যটক(11 tourists and 2 tourist guides missing in Pahalgam)৷ দ্রুত সেখানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল ৷ 11 জন পর্যটকের একটি দল ওই লেকে বেড়াতে গিয়েছিল ৷ সেখানে ভারি বৃষ্টির কারণে তাঁরা নিখোঁজ হয়ে যায় ৷ খবর পেয়ে জেলা প্রশাসন এলাকায় একটি উদ্ধারকারী দল পাঠিয়ে অভিযান শুরু করে ৷
সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় এক গাইড ভেসে যান ৷ তরসর ও মরসর লেকে শুধুমাত্র ট্রেকের মাধ্য়মেই যাওয়া যায় ৷ ত্রাল, পহেলগাঁও এবং শ্রীনগরের মধ্যবর্তী দক্ষিণ কাশ্মীর এলাকার উপরের অংশে অবস্থিত ৷ এলাকাটি সানমে নামক রুটে অবস্থিত যেখানে অমরনাথ গুহা রয়েছে ৷