মুম্বই, 17 এপ্রিল:মঞ্চে বসে আছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-সহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ৷ চলছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান ৷ মঞ্চের সামনে খোলা আকাশের নীচে কাতারে কাতারে মানুষ ৷ আর সেই অনুষ্ঠানে এসেই রবিবার হিট স্ট্রোকে মৃত্যু হল 11 জনের ৷ পাশাপাশি আরও 50 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর ৷
মুম্বইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ মহারাষ্ট্র সরকারের তত্বাবধানেই এই অনুষ্ঠানের আয়োজন হয় ৷ খড়গড়ের এই অনুষ্ঠান থেকেই সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেবকে মহারাষ্ট্র ভূষণ সম্মান পুরস্কার তুলে দেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই অনুষ্ঠান উপলক্ষ্যে শনিবার রাত থেকেই কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিল ৷ তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রী ধর্মাধিকারীর সংগঠনের সদস্য ৷ যদিও অনুষ্ঠান শুরু হয় রবিবার সকাল সাড়ে 11টায় ৷ শেষ হয় দুপুর একটা নাগাদ ৷ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অনুষ্ঠান স্থলে ছাউনির ব্যবস্থা ছিল না বললেই চলে ৷ যে অংশটুকুর উপরে সামিয়ানা খাটানো ছিল তাও মূলত রাজ্য সরকার এবং বিশিষ্ট মানুষদের জন্য বরাদ্দ ছিল ৷
ফলে সাধারণ দর্শকদের জন্য বসার ব্যবস্থা খোলা জায়গাতেই ছিল ৷ রোদ বা গরমের হাত থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য কোনও ব্যবস্থাই ছিল না বলে অভিয়োগ ৷ যার জেরেই টানা রোদে বসে থেকে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন সমস্যা শুরু হয় বেশ কয়াকজন দর্শকের ৷ সূত্রের খবর, 120 জনেরও বেশি ব্যক্তিকে টাটা হাসপাতালে, নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতাল এবং ডিওয়াই পাটিল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, অসুস্থদের মধ্যে 11 জনেরই মৃত্যু হয়েছে ৷ এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷