পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarakhand Accident: উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত বেড়ে 13, ক্ষতিপূরণ ঘোষণা মোদির - উত্তরাখণ্ডে দুর্ঘটনার খবর

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় (Uttarakhand Accident) মৃত্য হল 13 জনের ৷ আহত হয়েছেন 2 জন ৷ খাদে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ৷

11-passengers-die-as-vehicle-falls-into-gorge in Uttarakhand
উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত 11

By

Published : Oct 31, 2021, 12:44 PM IST

Updated : Oct 31, 2021, 7:32 PM IST

উত্তরাখণ্ড, 31 অক্টোবর: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা (Uttarakhand Accident) ৷ খাদে গাড়ি পড়ে প্রাণ গেল 13 জনের ৷ আহত হয়েছেন 2 জন ৷ জানা গিয়েছে, চক্রতা থেকে বিকাশনগরের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ ভাইলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে বাসটি পড়ে যায় ৷ ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ আহত হয়েছে আরও কয়েকজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে ৷ টুইটে মোদি লিখেছেন, "উত্তরাখণ্ডের চক্রতার দুর্ঘটনা খুবই দুঃখজনক ৷ রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে ৷ যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিজনদের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷"

আরও পড়ুন:Abhishek Banerjee : আগরতলায় বাংলাদেশে হিংসার প্রসঙ্গ তুলে সম্প্রীতির বার্তা অভিষেকের

আজ সকাল 10টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি ৷ তাতে ছিলেন 15 জন যাত্রী ৷ এঁদের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ৷ দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ টুইটে ধামি লিখেছেন, "মৃতদের আত্মাকে ঈশ্বর শান্তি দিন ও তাঁদের পরিবারগুলোকে এই ক্ষতি মেনে নেওয়ার শক্তি দিন ৷"

আরও পড়ুন:Doordarshan kendra santiniketan : বন্ধ হচ্ছে শান্তিনিকেতনের দূরদর্শন কেন্দ্র, আকাশবাণী নিয়েও আশঙ্কা, কেন্দ্রকে চিঠি চন্দ্রনাথের

Last Updated : Oct 31, 2021, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details