পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় সেনার পালটা জবাব, খতম 11 পাকিস্তানি জওয়ান - পালটা জবাব ভারতের

উরি ও গুরেজ সেক্টরে হামলার পালটা জবাব দেওয়া হয় ভারতের তরফে। খতম করা হয় 11 পাকিস্তানি জওয়ানকে।

retaliatory firing by Indian Army
retaliatory firing by Indian Army

By

Published : Nov 14, 2020, 10:09 AM IST

শ্রীনগর, 14 নভেম্বর : ভারতীয় সেনার পালটা জবাবে খতম 11 পাকিস্তানি জওয়ান। গতকাল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার গোলাবর্ষণে চার ভারতীয় জওয়ান শহিদ হন। শহিদ হন এক BSF জওয়ানও। এর পাশাপাশি 5 সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

উরি ও গুরেজ সেক্টরে এই হামলার পালটা জবাব দেওয়া হয় ভারতের তরফে। খতম করা হয় 11 পাকিস্তানি জওয়ানকে। তার মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো আছেন বলে খবর ৷ মৃত্যুর পাশাপাশি ভারতীয় সেনার প্রত্যাঘাতে জখম হয়েছেন পাকিস্তানের আরও 16 জওয়ান ৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্প এবং লঞ্চ প্যাড ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷

এই ঘটনার পর নড়চড়ে বসে পাকিস্তান। সেদেশের বিদেশ দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারতীয় কূটনীতিকদের ডেকে পাঠানো হয়। আলোটনা শেষে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি সাংবাদিক বৈঠক করতে পারেন বলে খবর।

চলতি বছরে 4,052 বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। যার মধ্যে নভেম্বর মাসে 128টি এবং অক্টোবরে 394টি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে । গত বছর 3,233 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান, খবর সেনা সূত্র ।

ABOUT THE AUTHOR

...view details