কোরাপুট(ওড়িশা), 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ভোরে একটি মালগাড়ির 11টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শিবলিঙ্গাপুরমের (Shivalingapuram) কাছে ৷ এর জেরে ওই রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়ে । মালগাড়িটি কোথাভালাসা থেকে আরাকু যাচ্ছিল ৷ সেসময় যাওয়ার পথে ভোর 5.50 মিনিট নাগাদ বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় (11 coaches of a goods train derails in Orissa) । লাইনচ্যুত হওয়ার পরে কোরাপুট দিয়ে যাওয়া বিশাখাপত্তনম-জগদলপুর যাত্রীবাহী ট্রেনটি উভয় দিক থেকে বাতিল করা হয় ।
জানা গিয়েছে, কিরুন্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ওই মালগাড়িটি ৷ সেটি কোরাপুট ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশের আরাকুর কাছে শিবলিঙ্গপুরমে লাইনচ্যুত হয়ে যায় । তবে এই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি । কেউ আহতও হননি ৷ রেল দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । প্রসঙ্গত, গত মার্চে কোরাপুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । কোরাপুট জেলার ভেজা রেলওয়ে স্টেশনে একটি মালগাড়ি অন্তত ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় । ঘটনাটি ঘটে যখন লোহা বোঝাই মালগাড়িটি কিরান্দুল থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল ।